আসছে বড়সড় বদল, পাল্টে যাচ্ছে মুখোশের আড়ালে ধারাবাহিকের ঝিনুক
RBN Web Desk: টেলিভিশন ধারাবাহিকের গল্প মাঝপথে বদলে যাওয়া কোনও নতুন ব্যাপার নয়। টিআরপি তালিকায় ভালো নম্বর পাওয়ার জন্য অনেক ধারাবাহিকই এই পন্থা অবলম্বন করে থাকে। সদ্য শুরু হওয়া ধারাবাহিক মুখোশের আড়ালে-ও অনেকটা সেই পথেই হাঁটতে চলেছে। বড়সড় বদল আসতে চলেছে গল্পে।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ঝিনুকের ভূমিকায় অভিনয় করছেন শর্মিষ্ঠা আচার্য। নতুন গল্প অনুযায়ী, সন্ত্রাসবাদীদের হাতে আটকা পড়বে ঝিনুক, এবং সেখান থেকে পালানোর সময় সংঘর্ষে গুরুতর আহত হবে। ক্ষতবিক্ষত মুখে আর চেনা যাবে না ঝিনুককে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে নিয়ে যাবে স্থানীয় হাসপাতালে। তার প্রাণ বাঁচাবে ডাক্তার শাওন। জটিল অস্ত্রপচার করতে হবে ঝিনুকের মুখের ওপর এবং পুরোপুরি সু্স্থ হয়ে ওঠার পর তাকে দেখতে একেবারেই অন্যরকম হয়ে যাবে। নতুন রূপ এবং নতুন নাম—দিশানী—নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ফের লড়াইয়ে নামবে ডাকাবুকো ঝিনুক। অনেক পরে জানা যাবে, মুখ বদলে গেলেও, দিশানীই আসলে ঝিনুক।
তারানাথ তান্ত্রিক নিয়ে আসছেন কিউ
শাওন ও দিশানীর ভূমিকায় দেখা যাবে এমিলা সাধুখাঁ ও কৌশাম্বী চক্রবর্তীকে। দুজনেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। কৌশাম্বী এর আগে দ্বিরাগমন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এমিলা ছিলেন রাধা ধারাবাহিকের প্রধান চরিত্রে।
আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই ধারাবাহিকের নতুন ট্র্যাক।