মন খারাপ দিতিপ্রিয়ার
RBN Web Desk: মৃত্যু হয়েছে স্বামী রাজচন্দ্র দাসের। রানী রাসমণির পরণে এখন বিধবার বেশ। তবে করুণামী রানী রাসমণি ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করা দিতিপ্রিয়া রায়ের মন খারাপ গাজী আব্দুন নূর বিদায় নেওয়ায়। এই ধারাবাহিকটিতে রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করছিলেন নূর।
সম্প্রতি এক ইনস্টাগ্রাম পোস্টে দিতিপ্রিয়া জানান, দুই বছর ধরে রানী রাসমণি ধারাবাহিকটির সেটে দারুণ কিছু মুহূর্ত তিনি কাটিয়েছেন নূরের সঙ্গে। বন্ধু হলেও, বেশিরভাগ সময়ই নানান বিষয়ে ঝগড়া লেগে থাকত তাঁদের। সে সব এখন আর কিছুই হবে না। সেটে নূরের অভাব বোধ করবেন তিনি, এটাও জানিয়েছেন দিতিপ্রিয়া।
আগামীদিনে করুণামী রানী রাসমণি ধারাবাহিকটির গল্পের মোড় ঘুরে যাবে অনেকটাই। রানীর পরিচয় হবে রামকৃষ্ণ পরমহংসের সাথে, গড়ে উঠবে দক্ষিণেশ্বরের কালী মন্দিরও।
‘চলতি হাওয়ার পন্থী আমি কোনওদিনই ছিলাম না’
সম্প্রচার শুরুর দিন থেকেই টিআরপি তালিকায় একেবারে ওপরের দিকে থেকেছে এই ধারাবাহিকটি। নূর-দিতিপ্রিয়ার অভিনয় রসায়ন তার একটা অন্যতম কারণ। তবে নূর সম্প্রতি জানিয়েছেন, কোনও অবস্থাতেই এই ধারাবাহিকে সত্য ঘটনার বিপরীত কিছু দেখানো হবে না। তাই অনেকেই তাঁর অভিনীত চরিত্রটি ধারাবাহিকে রেখে দেওয়ার অনুরোধ করলেও, মরতেই হত রাজচন্দ্রকে, জানিয়েছেন নূর।