সেরা ছবি ইজ়রায়েলের, বিশেষ জুরি পুরস্কার পেলেন অঞ্জন দত্ত
কলকাতা: শেষ হলো ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল রবীন্দ্রসদনে সমাপ্তি অনুষ্ঠানে প্রতিযোগিতার ফলাফল ঘোষনা ও পুরষ্কার প্রদানের মাধ্যমে যবনিকা পড়ল সাতদিনব্যাপী সিনেমা উৎসবের। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, উৎসবের মুখ্য উপদেষ্টা এবং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক ও চেয়ারম্যান রাজ চক্রবর্তী, সেক্রেটারি শান্তনু বসু, পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, মমতা শঙ্কর ও চপল ভাদুড়ি। মুম্বই থেকে এসেছিলেন পরিচালক সুধীর মিশ্র ও অভিনেত্রী অদিতি রাও হায়দরি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।
প্রথমেই সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। নৃত্যে অংশ নিয়েছিলেন নুসরত জাহান, দেবলীনা কুমার, রণিতা দাসরা।
এরপর মূল অনুষ্ঠানে জুরিদের উপস্থিতিতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেরা আন্তর্জাতিক ছবির জন্য গোল্ডেন রয়েল বেঙ্গল পুরষ্কার জিতে নেয় ইজ়রায়েলের ‘চিলড্রেন অফ নোবডি’। পরিচালক এরেজ় ট্যাডমোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। অন্যদিকে আন্তর্জাতিক ছবির বিভাগে ইনোভেশন ইন মুভিং ইমেজের বিশেষ জুরি পুরষ্কার পেলেন অঞ্জন দত্ত, তাঁর ‘চালচিত্র এখন’ ছবির জন্য। তুমুল হাততালির মধ্যে পুরস্কার গ্রহণ করে নিজের গুরু মৃণাল সেন এবং জুরিদের ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন: ডেভিড হেয়ারের জীবনী প্রকাশ
এছাড়া সেরা ডকুমেন্টরি ছবির পুরষ্কার পেলেন রমেন বোরা ও শিবানী বোরা, ছবির নাম ‘চ্যালেঞ্জ’। সেরা ভারতীয় শর্ট ফিল্ম কামিল সইফের ‘লাস্ট রিহার্সল’। এ বছর প্রথমবার বাংলা প্যানোরামা বিভাগ ছিল প্রতিযোগিতামূলক। সেই বিভাগে বিশেষ জুরি পুরষ্কার জিতে নিল অমর্ত্য সিংহের ছবি ‘অসম্পূর্ণ’। এই বিভাগের সেরা ছবি রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘মনপতঙ্গ’। পুরষ্কার নিতে পরিচালকদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসুও। নেটপ্যাক পুরষ্কার বিভাগের সেরা ছবি নাইনফল্ড মোসেইকের ‘ব্রোকেন ড্রিম: স্টোরিজ় ফ্রম দ্য মায়নামার ক্যু’।
ভারতীয় ভাষা বিভাগে বিশেষ জুরি পুরষ্কার পেল হাওবাম পবন কুমারের মেইতেই ভাষার ছবি ‘জোসেফস সন’। হীরালাল সেন স্মারক পুরষ্কার বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেলেন সনেট অ্যান্থনি ব্যারেটো, তাঁর ‘অবনি কি কিসমত’ ছবির জন্য। একই বিভাগে সেরা ছবির পুরষ্কার পেলেন রজনী বসুমাতারি, ছবির নাম ‘গোরাই পাখরি’। ছবিটি বোড়ো ভাষায় তৈরি। আন্তর্জাতিক বিভাগে ইনোভেশন ইন মুভিং ইমেজে সেরা পরিচালকের পুরস্কার পেলেন ভেনেজ়ুয়েলার কার্লোস ড্যানিয়েল মালাভে, ছবির নাম ‘ওয়ান ওয়ে’।
ছবি: সুফল ভট্টাচার্য