উদ্বোধন হলো সত্যজিৎ রায় শতবর্ষ প্রদর্শনীর
কলকাতা: আজ ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে, নন্দনে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে একটি প্রদর্শনীর উদ্বোধন করলেন বিশিষ্ট পরিচালক সুজিত সরকার। সঙ্গে ছিলেন সন্দীপ রায়, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, প্রেমেন্দু বিকাশ চাকী ও রাজ চক্রবর্তী।
ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করার পর সকলে মিলে প্রদর্শনী ঘুরে দেখেন। সত্যজিতের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা, ছবির শ্যুটিং, তার মুক্তি, পুরষ্কার ঘটনাক্রম অনুসারে সাজানো হয়েছে। বহু পুরনো ছবির সঙ্গে রয়েছে ‘পথের পাঁচালী’র মিচেল ক্যামেরাও।
আরও পড়ুন: এই ডকুমেন্টেশনের প্রয়োজন ছিল
প্রদর্শনী দেখে খুশি সন্দীপ সংবাদমাধ্যমকে জানালেন, “খুব ভালো লাগছে। এর মধ্যে বহু ছবি আমি আগে দেখিনি। তাই দেখতে বেশ মজাও লাগছে। আজ ভালো করে সবটা দেখা হলো না। আর একদিন এসে সময় নিয়ে দেখব। মিচেল ছাড়া আরও নানা ক্যামেরায় ‘পথের পাঁচালী’ তোলা হয়েছিল। ‘অপরাজিত’ থেকে ক্যামেরা বদলে যায়।’
হাতে সময় বেশি না থাকায় অল্প সময়ে পুরো প্রদর্শনী ঘুরে এসে গৌতম জানালেন, “খুব খেটে করেছে ওরা কাজটা। অনেক ছবিই আমি আগে দেখিনি, তাই আরও একবার আসতে হবে।”
আরও পড়ুন: ভাইরাল হওয়ার নেশায়
এর সঙ্গেই গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় আরও দুটি প্রদর্শনীর উদ্বোধন করা হলো। একতলায় থাকছে দিলীপ কুমার, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপি লাহিড়িকে শ্রদ্ধা জানিয়ে একটি প্রদর্শনী। ওপরে প্রথম ভাগে রয়েছে বুদ্ধদেব দাশগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত ও অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে একটি প্রদর্শনী। দ্বিতীয় ভাগে রয়েছে হাঙ্গেরির পরিচালক মিকলোশ য়ানচো -এর জন্মশতবর্ষ উপলক্ষে একটি প্রদর্শনী।
এছাড়াও উৎসবের দ্বিতীয় দিন শিশির মঞ্চে ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’য় বক্তব্য রাখতে মুম্বই থেকে এসেছিলেন সুজিত। তাঁর ‘সর্দার উধম’ ছবিটি এবারের উৎসবে প্রদর্শিত হবে।
ছবি: গার্গী মজুমদার