ফেটে চৌচির চশমার কাচ, ঠোঁটে রক্ত নিয়ে জঙ্গলমহলে কমলেশ্বর

RBN Web Desk: জঙ্গলমহলে বেড়াতে আসে সমাজের সাতজন বিশিষ্ট উচ্চমধ্যবিত্ত শ্রেণীর মানুষ। রাতের আড্ডায়, একের পর এক উঠে আসতে থাকে ওই বিশিষ্ট ব্যক্তিদের অতীত জীবনের লুকোনো অধ্যায় ও অপরাধমূলক কাজকর্মের ইতিহাস। এরই মধ্যে জঙ্গলে নিছক ছুটি কাটাতে আসা, আপাতভাবে নিষ্পাপ মানুষগুলি হঠাৎ করেই আধাসামরিক বাহিনী ও একদল চরমপন্থীর লড়াইয়ে মাঝে পড়ে।

নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত সেই মানুষগুলোর সভ্য যাপনের শহুরে মুখোশ খুলে গিয়ে, তাদের  চারিত্রিক বৈশিষ্টগুলো ধীরে-ধীরে স্পষ্ট হতে থাকে। মুক্তিপণের টোপ হিসেবে তাদের রিসর্টের মধ্যে আটকে রাখে চরমপন্থীরা। সময় দেওয়া হয় ঘন্টা চারেক। প্রশাসনের তরফে নিযুক্ত হন এক সরকারি মধ্যস্থতাকারী। কিন্তু সমস্যার সুরাহা হয় না। কেন তাঁদের পণবন্দী হতে হলো?  কীভাবে প্রশাসন পৌঁছবে তাঁদের কাছে ? বন্দিরা কি আদৌ চরমপন্থীদের হাত থেকে রেহাই পাবে? এই নিয়েই তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘রক্তপলাশ’ নিয়ে আসছেন কমলেশ্বর মুখোপাধ্যায়।

আরও পড়ুন: বড়সড় চমক দিতে চলেছে ‘মিঠাই’, ঘুরে যাবে গল্পের মোড়

“রাজ্য, দেশ তথা বিশ্বপরিস্থিতির যখন টালমাটাল অবস্থা, ঠিক সেইসময় পুরোদস্তুর একটা রাজনৈতিক গল্প নিয়ে কাজ করতে চাইছিলাম। সেই থেকেই এই ওয়েব সিরিজ়ের চিন্তাভাবনা মাথায় আসে,” জানালেন কমলেশ্বর।

‘রক্তপলাশ’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার, দেবদূত ঘোষ, অনন্যা সেনগুপ্ত, উৎসব মুখোপাধ্যায়, রোজা পারমিতা দে, অসীম রায়চৌধুরী, শুভজিত কর, মৌমিতা পন্ডিত, মৌসুমি দালাল, বেবি তামান্না, কোয়েল মিত্র ও সুব্রত দাশগুপ্ত। একটি বিশেষ চরিত্রে রয়েছেন কমলেশ্বর নিজেও। একেবারে ভিন্ন লুকে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ

আদিম জঙ্গলের উপদ্রুত অঞ্চলের প্রেক্ষাপটে এই সিরিজ়ের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন কমলেশ্বর নিজেই। সহকারী পরিচালনায় রয়েছেন চন্দ্রিমা রায়, পর্ণা ঘটক, অম্বালিকা ঘোষ ও অনিমেষ। চিত্রগ্রাহক টুবান। আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়।

মে মাসে ‘ক্লিক’ প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘রক্তপলাশ’।



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *