সেরার স্থান ধরে রাখল ‘ত্রিনয়নী’
RBN Web Desk: গত সপ্তাহে ‘কৃষ্ণকলি’কে সরিয়ে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের আরবান ১৫+ তালিকার প্রথম স্থান দখল করে নিয়েছিল ‘ত্রিনয়নী’। গত সপ্তাহে যে রেটিং ছিল ৯.৫, এই সপ্তাহে তা ৯.১ হলেও সেরার স্থান ধরে রাখল এই ধারাবাহিক। অপরদিকে তৃতীয় স্থান থেকে সরে এই সপ্তাহে যৌথভাবে দ্বিতীয় হয়েছে ‘কৃষ্ণকলি’ (৮.৩) এবং ‘করুনাময়ী রানী রাসমণি’ (৮.৩)। ‘বকুল কথা’ এই সপ্তাহে ৮.২ রেটিং নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
সম্প্রতি ‘বকুল কথা’র গল্পের ধারা পরিবর্তন করা হয়েছে। পুরোনো খলনায়কের প্রত্যাবর্তনের কারণে এই ধারাবাহিকের আগামী কয়েক সপ্তাহ রেটিং ভালো থাকবে এমনটাই অনুমান করা যায়। এমনকি ‘কৃষ্ণকলি’র রেটিংও এগিয়ে যেতে পারে কারণ আগামী সপ্তাহে বেশ কিছু চমক থাকছে দর্শকদের জন্য।
আরও পড়ুন: স্মরণে ঋতুপর্ণ, এই প্রথম কোনও ভারতীয় ছবিকে রাষ্ট্রসংঘের অনুমোদন
এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ‘জয় বাবা লোকনাথ’ (৭.৮) ধারাবাহিকটিতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। এখন থেকে এই ধারাবাহিকে দেখা যাবে পরিণত বয়সের লোকনাথ ব্রহ্মচারীকে। তবে ধারাবাহিকের এই নতুন ট্র্যাক দর্শক কতটা আপন করে নেন, তার জন্য আরও কয়েক সপ্তাহের রেটিংয়ের পর্যালোচনা প্রয়োজন।
এরই মধ্যে ‘আলোছায়া’র সম্প্রচার শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। আগামী কয়েক সপ্তাহের রেটিং দেখে বোঝা যাবে দর্শকদের মনোরঞ্জনে কতটা সক্ষম হলো এই ধারাবাহিক।
এ সপ্তাহের আরবান ১৫+ তালিকায় প্রথম ১১টি ধারাবাহিক এরকম।
১. ‘ত্রিনয়নী’ (৯.১)