প্রথমবার বাংলা রিয়্যালিটি শোয়ে অনিল কাপুর
RBN Web Desk: প্রথমবার বাংলা রিয়্যালিটি শোয়ের মঞ্চে আসছেন অনিল কাপুর। প্রতি সপ্তাহের শেষে ‘ডান্স জুনিয়র ডান্স সি ২’-এর পক্ষ থেকে থাকে কোনও নতুন চমক। এবারও তার অন্যথা হচ্ছে না। শোয়ের এবারের চমক ‘মিস্টার ইন্ডিয়া’র উপস্থিতি। অনিল কাপুরের পাশাপাশি এই শোয়ে বিচারক হিসাবে থাকবেন মিঠুন চক্রবর্তী, দেব ও মনামী ঘোষ।
‘ডান্স জুনিয়র ডান্স সিজ়ন ২’-এর প্রতিযোগীদের একের পর এক পারফরম্যান্স মুগ্ধ করেছে সকল অতিথিদের। তাদের নাচের প্রশংসা করেছেন গোবিন্দ, রবিনা ট্যান্ডন, ঊর্মিলা মাতন্ডকর সহ আরও অনেকে। চ্যানেলের পক্ষ থেকে সম্প্রচারিত প্রোমোতেও দেখা গেল সেই ঝলক। খুদে প্রতিযোগীদের অনুষ্ঠানে মুগ্ধ হয়ে অনিল পরিষ্কার বাংলা ভাষায় বলে উঠলেন, “খুব সুন্দর।”
আরও পড়ুন: কর্মহীন, এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত বাঙালি অভিনেত্রী
দু’দিনব্যাপী এই অনুষ্ঠানে অনিল কাপুর অভিনীত ছবির গানে নাচবে প্রতিযোগীরা। ‘মাই নেম ইজ় লখন’-এর তালে তাল মেলাবেন অনিল এবং মিঠুন। অনিলের কথায়, “আমার দেখা সেরা মানুষ হলেন মিঠুন চক্রবর্তী। তাঁর নাচ, অভিনয় সবকিছুই আমাকে মুগ্ধ করে।” আটের দশকে মিঠুনের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি রোমন্থন করতে দেখা যাবে তাঁকে।
২২ এবং ২৩ মে স্টার জলসায় রাত ৯.৩০টায় সম্প্রচারিত হবে ‘ডান্স ইন্ডিয়া ডান্স জুনিয়র সিজ়ন ২’-এর বিশেষ অনিল কাপুর পর্ব।