ছবিটা ফেলে রাখা আর সম্ভব ছিল না: প্রসেনজিৎ
RBN Web Desk: প্রেক্ষাগৃহ বা ওয়েব মাধ্যম নয়। চন্দ্রাশিস রায়ের প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘নিরন্তর’ সরাসরি মুক্তি পেতে চলেছে টেলিভিশনে। অভিনয় করা ছাড়াও এই ছবি প্রযোজনার দায়িত্ব সামলেছেন প্রসেনিজৎ চট্টোপাধ্যায়। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন সত্যম ভট্টাচার্য, অঙ্কিতা মাঝি, একাবলী খান্না ও প্রণয় নারায়ণ।
বড়পর্দার জন্য তৈরি ছবি টেলিভিশনে মুক্তির সিদ্ধান্ত নিলেন কেন? এ বিষয়ে প্রসেনিজৎ সংবাদমাধ্যমকে জানালেন যে ‘নিরন্তর’ নিয়ে চ্যানেলের সঙ্গে চুক্তি হয় ডিসেম্বরে। ছবিটি মুক্তি পাওয়ার আগেই করোনা ভাইরাসের জন্য গোটা দেশ জারি হয় লকডাউন। এখন লকডাউন আংশিকভাবে তোলা হলেও প্রেক্ষাগৃহ কবে খুলবে তার কোনও ঠিক নেই। এমতাবস্থায় ছবিটা ফেলে রাখা আর সম্ভব ছিল না। চ্যানেলের বিনিয়োগও আটকে আছে। তাই টেলিভিশনেই ‘নিরন্তর’ প্রিমিয়র করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে
তবে ‘নিরন্তর’ই প্রথম নয়। এর আগে ২০০০ সালে ঋতুপর্ণ ঘোষের ‘উৎসব’ও প্রেক্ষাগৃহে দেখানোর আগে টেলিভিশনে প্রিমিয়র করা হয়েছিল। জাতীয় পর্যায়ে গোবিন্দ নিহালনির ‘তামস’ ১৯৮৭ সালে ছয় পর্বে টেলিভিশনে সম্প্রচারিত হয়। পরে তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ছবি: গার্গী মজুমদার