রণদীপের থ্রিলারে যশপাল, সুব্রত
কলকাতা: মফঃস্বল থেকে বড় শহরে আসে অপূর্ব। বিদ্যুৎ কোম্পানীর সঙ্গে মাসিক চুক্তির ভিত্তিতে গ্রাহকদের বাড়ি গিয়ে মিটার রিডিংয়ের কাজ পায় সে। এমনই একদিন কাজের সূত্রে এক বয়স্ক মানুষের বাড়িতে উপস্থিত হয় এই যুবক। কাজ হয়ে যাওয়ার পর অপূর্বকে খানিকক্ষণ থেকে যেতে বলেন তিনি। একাকিত্বে ভুগতে থাকা এই মানুষটির কথা বলার কোনও সঙ্গী নেই। তাঁর অনুরোধ ফেলতে পারে না অপূর্ব। তবে খানিক্ষণ কথাবার্তার পরেই অপূর্ব বুঝতে পারে, এক গভীর চক্রান্তের জালে সে জড়িয়ে পড়েছে অজান্তেই।
‘নট এ ডার্টি ফিল্ম’, ‘নূপুর’ ও ‘দায়রা’র পর পরিচালক রণদীপ সরকার এবার হাত দিলেন থ্রিলারে। তাঁর নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ব্লু লাইজ়’-এ অভিনয় করছেন যশপাল শর্মা ও সুব্রত দত্ত। অপূর্বর চরিত্রে দেখা যাবে সুব্রতকে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অয়নজিৎ সেন।
আরও পড়ুন: গান শেষ আর জান শেষ তো একই কথা রাজামশাই
রেডিওবাংলানেট-কে রণদীপ জানালেন, “‘ব্লু লাইজ়’ আসলে একাকীত্বের গল্প। নাগরিক সভ্যতা আরও বেশি করে যান্ত্রিক হয়ে উঠছে। মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা আজ স্মার্টফোনের দখলে। এক টেবিলে খেতে বসলেও সবার মন পড়ে থাকে ফোনের পর্দায়। এর থেকে যে কি চরম বিপদ ঘনিয়ে আসতে পারে, সেটাই দেখাতে চেয়েছি আমি এই ছবিতে।”
‘ব্লু লাইজ়’-এর চিত্রনাট্য লিখেছেন রণদীপ ও নীল ইন্দ্র। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রীতম চৌধুরী।
লা পেলিকুলা মোশন পিকচার্সের প্রযোজনায় শীঘ্রই অনলাইন মাধ্যমে মুক্তি পাবে ছবিটি।