ওয়েব সিরিজ়ে রবিনসন স্ট্রিট কাণ্ড, কেন্দ্রীয় চরিত্রে লোকনাথ

RBN Web Desk: ওয়েব সিরিজ়ে আসছে রবিনসন স্ট্রিট (Robinson Street) কাণ্ড। ২০১৫ সালের ১০ জুন, কলকাতার রবিনসন স্ট্রিটের একটি বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় ৭৭ বছর বয়সী এক বৃদ্ধের অগ্নিদগ্ধ দেহ। তদন্তে নামে পুলিশ। জানা যায়, সেই বাড়ির ছেলে পার্থ দে (Partha De) তাঁর দিদি দেবযানী দে’র কঙ্কালের সঙ্গে মাসের পর মাস বাস করছেন। এমনকী সেই কঙ্কালকে খেতেও দিতেন পার্থবাবু।

রবিনসন স্ট্রিটের চাঞ্চল্যকর সেই ঘটনাই এবার দেখা যাবে ওয়েব সিরিজ়ে। এই ডকু-ড্রামা পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে এই সিরিজ়ের প্রথম সিজ়নে থাকবে পার্থ দে ও রবিনসন স্ট্রিট কাণ্ড। পার্থবাবুর চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে (Loknath Dey)

আরও পড়ুন: সৃজিতের ছবির মহরৎ, এবারও থ্রিলার

মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের ভুল ধারণা দূর করতে চান চিকিৎসক কমলেশ্বর। এই ঘটনাকে একদম  কাছ থেকে যাঁরা দেখেছেন, সেই সব মনোবিদ, সমাজকর্মী, আইনজীবী ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের বক্তব্য থাকবে এই সিরিজ়ে।

২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে খিদিরপুরের এক আবাসন থেকে উদ্ধার হয় পার্থবাবুর অগ্নিদগ্ধ দেহ।

ছবি: RBN আর্কাইভ




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *