দলবল নিয়ে রাশিয়া যাচ্ছেন একেনবাবু
RBN Web Desk: দলবল নিয়ে এবার রাশিয়া যাচ্ছেন একেনবাবু (Eken Babu)। সুজন দাশগুপ্তের লেখা একেনবাবু সিরিজ়ের পরবর্তী ছবির পটভূমি এবার বরফের দেশে। গতবছর নববর্ষে মুক্তি পেয়েছিল ‘দ্য একেন-রুদ্ধশ্বাস রাজস্থান’। জয়সলমেরে হয়েছিল ছবিটির একটি বড় অংশের শুটিং।
সম্প্রতি একেনবাবু সিরিজ়ের নতুন ছবির মহরৎ হয়ে গেল কলকাতায়। উপস্থিত ছিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। ছিলেন একেনবাবুর চরিত্রের অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। ছবিতে প্রমথের চরিত্রে থাকছেন সোমক ঘোষ (Somak Ghosh)। বাপির ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে (Suhotra Mukherjee)। ছবির অন্যান্য চরিত্রে কারা থাকবেন তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: সৃজিতের ছবির মহরৎ, এবারও থ্রিলার
ছবির নামকরণ এখনও করা হয়নি। এবারও ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। আশা করা যায় পুজোয় মুক্তি পাবে ছবিটি। এবছরও যে পুজোর মরশুমে একাধিক বাংলা ছবি মুক্তি পাবে তা বলাই বাহুল্য।