সৃজিতের ছবির মহরৎ, এবারও থ্রিলার
RBN Web Desk: আবারও থ্রিলারে হাত দিতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। রেজিনাল্ড রোজ়ের লেখা ‘টুয়েলভ অ্যাংরি মেন’ (Twelve Angry Men) এবার বাংলায় বড় পর্দায় আনতে চলেছেন ‘বাইশে শ্রাবণ’-এর পরিচালক। ছবির নামকরণ এখনও হয়নি। রেজিনাল্ডের নাটক থেকে ১৯৫৭ সালে হলিউডে একই নামের ছবি পরিচালনা করেছিলেন সিডনি লুমেট (Sidney Lumet)।
১৮ বছর বয়সী এক তরুণকে তার বাবার খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। মামলা আদালতে ওঠে। বিচারপতি জুরিদর রায় জানতে চায়। রায় দেওয়ার আগে ১২ সদস্যের জুরি বেঞ্চ নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়ার জন্য সময় চেয়ে নেয়। বিচারপতি বলেন, রায়দানের ক্ষেত্রে জুরিদের মধ্যে যেন মতৈক্য থাকে। একজন ছাড়া সব জুরিই তরুণটিকে দোষী সাব্যস্ত করে। শুরু হয় নিজেদের মধ্যে বিতন্ডা।
আরও পড়ুন: অধিক সন্ন্যাসীতে দানা বাঁধল না গল্প
বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ছবি হিসেবে ‘টুয়েলভ অ্যাংরি মেন’-কে গণ্য করা হয়। বিভিন্ন ভাষায় এই ছবির রিমেক হয়েছে। ১৯৮৬ সালে বাসু চট্টোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল ছবিটির হিন্দি রিমেক ‘এক রুকা হুয়া ফয়সলা’ (Ek Ruka Hua Faisla)।
সূত্রের খবর, সৃজিতের ছবিতে থাকছেন কৌশিক সেন, সত্যম ভট্টাচাৰ্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও অনির্বাণ ভট্টাচাৰ্য। তবে অভিযুক্ত সেই তরুণের বদলে দেখা যাবে এক তরুণীকে। এই চরিত্রে থাকবেন সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)।
আগামীকাল হবে সৃজিতের ছবির মহরৎ।
ছবি: RBN আর্কাইভ