জ়ীনত অমানের বায়োপিক
RBN Web Desk: জ়ীনত অমানের (Zeenat Aman) বায়োপিক তৈরি হতে চলেছে হিন্দিতে। তাঁর বায়োপিক হোক, অনেকদিন ধরেই চাইছিলেন ৭২-বছর বয়সী অভিনেত্রী। এবার সেটাই সত্যি হতে চলেছে। শোনা যাচ্ছে ছবিটি পরিচালনা করবেন রাজীব চৌধুরী। এর আগে ‘কায়া’ নামের একটি বাংলা ছবি পরিচালনা করেছিলেন তিনি।
জ়ীনতের অভিনয়ে আসা হঠাৎ করেই। তাঁর প্রথম হিট ছবি ‘হরে রাম হরে কৃষ্ণ’। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন দেব আনন্দ, রাজ কপূর, ফিরোজ় খান, রাজ খোসলার মতো পরিচালকের সঙ্গে।
আরও পড়ুন: স্বল্পদৈর্ঘ্যের থ্রিলারে শান্তিলাল
২০১৯ সালে শেষবারের মতো ক্যামেরার মুখোমুখি হন জ়ীনত। আশুতোষ গোওয়ারিকরের ‘পানীপত’ (Panipat) ছবিতে সকিনা বেগমের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
শোনা যাচ্ছে, জ়ীনতের বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করতে চলেছেন পায়েল ঘোষ (Payel Ghosh)।