এবার ওয়েব সিরিজ়ে কুখ্যাত ভাগাড়কাণ্ড

RBN Web Desk: আজ থেকে ঠিক তিন বছর আগেকার কথা। টেলিভিশন, কাগজ, সোশ্যাল মিডিয়া তখন একটি বিষয় নিয়েই তোলপাড়। কাগজ খুললেই শিরোনামে একটাই খবর, ভাগাড়কাণ্ড। একদল অর্থলোভী মানুষ নিজেদের স্বার্থে ভাগাড়ের পচা মৃত পশুদের মাংস মিশিয়ে দিচ্ছিল ফুটপাথের বিভিন্ন খাবারের দোকানে। বাদ পড়েনি কলকাতার নামী দামী রেঁস্তোরাও। ১০ বছরেরও বেশি সময় ধরে চলেছিল এই ঘৃণ্য ব্যবসা। সেই কুখ্যাত ভাগাড়কাণ্ড নিয়েই এবার ওয়েব সিরিজ় পরিচালনা করতে চলেছেন রাজদীপ ঘোষ। ‘ভাগাড়’ নামক এই সিরিজ়ের কাহিনীকার অম্লান মজুমদার।     

‘ভাগাড়’-এর গল্প নোনাডাঙার পরেশকে ঘিরে। ২০১৮ সালে বিরিয়ানিতে থাকা বিড়ালের পচা মাংস খেয়ে মারা যায় পরেশ ও পুষ্পর একমাত্র মেয়ে। সেই থেকেই স্বভাবশান্ত, ভীত প্রকৃতির পরেশের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে পুষ্প। জীবন থেকে সবরকমের চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা হারিয়ে পরেশ আত্মহননের পথ বেছে নেয়। কিন্তু ভীতু পরেশ মরতে ভয় পায়। এরই মাঝে ভাগাড়কাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এই এই কাণ্ডে যুক্ত থাকা একজনের নাম। কী হয় এরপর?

আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ

এর আগে রাজদীপের ‘বনবিবি’, ‘কলকাতার হ্যারি’র মতো ছবি পরিচালনা করেছেন রাজদীপ। ‘ভাগাড়’-এ মূল চরিত্রে অভিনয় করছেন ‘বামাক্ষ্যাপা’ খ্যাত সব্যসাচী চৌধুরী। ওয়েব সিরিজ়ে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রীতম দাস, পূজা সরকার, শক্তি দে, মৌ ভট্টাচার্য ও সুমন্ত মুখোপাধ্যায়। অম্লান নিজেও রয়েছেন একটি চরিত্রে। সিরিজ়ের চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন তিনি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন দোলন-মৈনাক জুটি।

এ মাসের শেষে ক্লিক-এ মুক্তি পাবে ‘ভাগাড়’।




Like
Like Love Haha Wow Sad Angry
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *