অঞ্জনের সিরিজ়ে ত্রিস্তরীয় চরিত্রে অনন্যা
কলকাতা: তিনি লেখিকা। একই সঙ্গে তিনি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত। এবং তিনি রহস্য অনুসন্ধানীও। অঞ্জন দত্ত পরিচালিত ‘মার্ডার বাই দ্য সি’-এ এরকমই এক ত্রিস্তরীয় চরিত্রে দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়কে। অনন্যা ছাড়াও এই সিরিজ়ে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, পায়েল সরকার, সুপ্রভাত দাস, সুজন মুখোপাধ্যায়, তৃণা সাহা, রূপঙ্কর বাগচী ও সুমন্ত মুখোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে রয়েছেন অঞ্জন নিজেও। গতকাল শহরে ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকলে।
গতবার ‘মার্ডার ইন দ্য হিলস’-এ ছিল দার্জিলিং। এবার ‘মার্ডার বাই দ্য সি’-এ অঞ্জন ও তাঁর দলবলের গন্তব্য ছিল বাঙালির আরেক অন্যতম প্রিয় ছুটি কাটানোর জায়গা পুরী। সিরিজ়ে
আরও পড়ুন: শেষ যাত্রায় ব্রাত্য, পথ হেঁটেছিলেন মাত্র কয়েকজন
আটজন মূল চরিত্রকে দেখা যাবে একটি খুনের রহস্যে জড়িয়ে পড়তে। সেই আটজনের মধ্যে যেমন রয়েছেন এক হোটেল মালিক (অর্জুন), আইনজীবী (সুজন) ও গায়িকা (তৃণা), তেমনই আছেন লেখিকা অর্পিতা (অনন্যা), পরিচালক (অঞ্জন), সেক্রেটারি (সুপ্রভাত), ফটোগ্রাফার (রূপঙ্কর) এবং এক ভূত বিশেষজ্ঞ (পায়েল)।
“অর্পিতা জনপ্রিয় লেখিকা হলেও সে বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত,” নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে রেডিওবাংলানেট-কে জানালেন অনন্যা। “অর্পিতার ঘনঘন মুড সুইং হয়। এই হয়তো সে খুব আনন্দে রয়েছে, আবার পরক্ষণেই অবসাদে ডুবে যাচ্ছে। এই চরিত্রটার অবশ্যই একটা ইতিহাস আছে। সেটা সিরিজ় দেখলে জানা যাবে”
টিম ‘মার্ডার বাই দ্য সি’
অঞ্জন ও অনন্যা এখানে রয়েছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। হত্যারহস্যের তদন্তে কীভাবে জড়িয়ে পড়ে অর্পিতা? “তদন্ত বা অনুসন্ধান নয়, খুব জটিল একটা পরিস্থিতিতে আমরা জড়িয়ে পড়ছি এই সিরিজ়ে। অর্পিতা নিজে মার্ডার মিস্ট্রির লেখিকা। তাই এই ধরনের ব্যাপারে তার আলাদা আগ্রহ রয়েছে,” জানালেন তিনি।
অনন্যা, সুজন, অর্জুন, পায়েল ও সুপ্রভাত অঞ্জনের সঙ্গে আগেও কাজ করেছেন। প্রথমবার তৃণা ও রূপঙ্করকে অঞ্জনের পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে।
অঞ্জন জানালেন, “আমাদের উদ্দেশ্য ছিল যে যেটা নয়, তাকে দিয়ে সেই চরিত্রটা করানো। যেমন তৃণা এখানে গায়িকা বা অর্জুন হোটেল ব্যবসায়ী। তেমনই আমি এর আগে কোথাও সফল পরিচালকের চরিত্র করিনি।”
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
সিরিজ়ের সঙ্গীত পরিচালনা করেছেন নীল দত্ত। গান নিয়ে তিনি জানালেন, “সিরিজ়ে দুটি মৌলিক গান থাকছে। এর আগের সিজ়নে কোনও থিম সং ছিল না, এবার সেটা রয়েছে। এছাড়া যেহেতু তৃণা একজন পপ গায়িকা তাই ওর লিপে একটা গান রয়েছে। এছাড়া রূপঙ্করদার গলায় একটা রবীন্দ্রনাথের গান রয়েছে, ‘গভীর রজনী নামিল হৃদয়ে’।”
সিরিজ়ের গানগুলি গেয়েছেন সোমলতা আচার্য, দুর্নিবার সাহা ও প্রজ্ঞা শীল শর্মা।
১২ আগস্ট হইচই-তে মুক্তি পাচ্ছে ‘মার্ডার বাই দ্য সি’।
ছবি: গার্গী মজুমদার