‘ক্রিমিলান জাস্টিস’-এর কেন্দ্রীয় চরিত্রে কলকাতার আদিত্য
RBN Web Desk: বর্তমানে চলচ্চিত্র জগতে নতুন মুখের আনাগোনা বেশ প্ৰবল। বিশেষত ওয়েব সিরিজ়ের মাধ্যমে বহু নতুন শিল্পী উঠে আসছেন। সেই সব নতুন মুখের অন্যতম কলকাতার আদিত্য। রঙ্গকর্মী নাট্যদলে তাঁর অভিনয়ের হাতেখড়ি। এরপরই হিন্দি ওয়েব সিরিজ়ে অভিনয় করার সুযোগ আসে। রোহন সিপ্পি পরিচালিত ‘ক্রিমিলান জাস্টিস’-এর তৃতীয় সিজ়ন ‘অধুরা সচ’-এর অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আদিত্যকে। সিরিজ়ে তাঁর অভিনীত চরিত্রটির নাম মুকুল আহুজা। এই সিজ়নে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠী ও স্বস্তিকা মুখোপাধ্যায়।
জন্মসূত্রে কলকতার ছেলে আদিত্য। উচ্চমাধ্যমিক পাশ করার পর তিনি অভিনয়ের প্রতি টান অনুভব করেন। ফলস্বরূপ পুঁথিগত বিদ্যার দৌড়ে না ছুটে তিনি বেছে নেন অভিনয় শিক্ষা ও চর্চা। নাম লেখান ঊষা গঙ্গোপাধ্যায়ের থিয়েটার দল রঙ্গকর্মীতে। এরপরই বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজ়ের জন্য অডিশন দিতে থাকেন।
আরও পড়ুন: আবারও থ্রিলারে অরিন্দম
প্রথমবারেই ‘ক্রিমিলান জাস্টিস’-এর মতো একটি জনপ্রিয় সিরিজ়ে অভিনয়ের সুযোগ। অভিজ্ঞতা কেমন? “এই সিরিজ়ের প্রথম দুটি সিজ়ন দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তাই এর তৃতীয় সিজ়নে সুযোগ পাওয়া আমার কাছে স্বপ্নপূরণের থেকে কিছু কম নয়,” রেডিওবাংলানেট-কে বললেন আদিত্য।
‘অধুরা সচ’-এর গল্প নিয়ে খুব বেশি মুখ খুললেন না তিনি। তবে তাঁর কথায় বোঝা গেল, এই সিজ়নে কিশোর অপরাধ মনস্তত্ত্বকে বেছে নিয়েছেন পরিচালক। সিরিজ়ে স্বস্তিকার ছেলের চরিত্রে দেখা যাবে আদিত্যকে। তাঁকে কেন্দ্র করে একটি মামলায় কৌঁসুলির চরিত্রে থাকছেন পঙ্কজ। হাস্যরস, থ্রিল সবকিছু মিলিয়ে সিরিজ়টি বেশ উপভোগ্য হবে বলে দাবি আদিত্যর।
একদিকে পঙ্কজ অন্যদিকে স্বস্তিকা। অভিনয় করতে গিয়ে কোথাও কি নিজেকে স্যান্ডউইচ মনে হয়েছিল? হেসে ফেললেন আদিত্য। বললেন, “একদমই নয়। পঙ্কজ স্যারের সঙ্গে আমার প্রথম দিন শুটিং ছিল। আমি যে নতুন সেটা উনি একবারও বুঝতে দেননি। ওঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি যা পরবর্তীকালে আমার কাজে সুবিধা করবে। আমার কাছে পঙ্কজ ত্রিপাঠী একটি প্রতিষ্ঠানের নাম।”
আরও পড়ুন: অর্ধ শতক পেরিয়ে বড়পর্দায় ফিরছে ‘অরণ্যের দিনরাত্রি’
আর স্বস্তিকা? তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কীরকম? “স্বস্তিকা ম্যাডাম আর আমি শুটিংয়ের ফাঁকে সারাক্ষণ বাংলায় কথা বলতাম। আমাদের এই সিরিজ়ের ডিওপি বাঙালি। আমাদের নিজেদের মধ্যে হাসিঠাট্টা, মজা ওখানকার কেউ সেভাবে বুঝতেন না। গোটা শুটিং পর্বটাই আমরা ভীষণ মজা করেই কাটিয়েছি,” জানালেন আদিত্য।
আদিত্যর কাছে ইতিমধ্যেই বেশ কিছু কাজের সুযোগ এসেছে। তবে কোনওটাই চূড়ান্ত হয়নি বলে এখনই সে সম্পর্কে মুখ খুলতে তিনি নারাজ। অবশ্য এও জানালেন বাংলা, হিন্দি, ইংরেজি কোনও ভাষাই তাঁর কাছে সমস্যা নয়। চিত্রনাট্যে জোর থাকলে যে কোনও ভাষায় কাজ করতে তিনি প্রস্তুত।
আপাতত ‘অধুরা সচ’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন আদিত্য।