‘একলা ঘর’-এর সন্ধানে ঋষভ-ঐশ্বর্য
RBN Web Desk: একজন ইতিমধ্যেই একাধিক চরিত্রে অভিনয়ের দ্বারা নিজেকে চিনিয়েছেন। অন্যজন টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ। কথা হচ্ছে ঋষভ বসু ও ঐশ্বর্য সেনকে নিয়ে। সম্প্রতি একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। একঘণ্টা দৈর্ঘ্যের এই ছবির নাম ‘একলা ঘর’। পরিচালনার দায়িত্বে থাকছেন সৌম্যজিত আদক। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই ছবির পোস্টার। সেখানে ঐশ্বর্যের পরণে লাল শাড়ি আর ঋষভের গায়ে হলুদ পাঞ্জাবি।
‘একলা ঘর’-এর গল্প কী নিয়ে?
পৃথিবীতে সবথেকে মূল্যবান বিষয় হল ভালোবাসা। তাই ভালোবাসার মানুষটিকে নিজের কাছে সারাজীবন ধরে রাখার জন্য অনেকে অনেককিছু করতে প্রস্তুত। আবার অনেকে সেই মানুষটিকে কাছে না পাওয়ার এক তীব্র বেদনা নিয়ে শুধুমাত্র স্মৃতি রোমন্থন করেই কাটিয়ে দেয় সারাজীবন। এরকমই এক ভালোবাসার কাহিনী নিয়েই সৌম্যজিত তৈরি করছেন এই ছবি। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শিঞ্জন বসু, হিয়া রায়, মৌপ্রিয়া গোস্বামী, সমর দাসও রাই দাস। ছবির কাহিনীকার সৌম্যজিত, সংলাপ লিখেছেন সমীর কৌশিক।
আরও পড়ুন: গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় এবার কৌশিক
ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য। কলকাতার বিভিন্ন অংশে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং।
এ মাসেই মোজোপ্লেক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একলা ঘর’।