উত্তরবঙ্গে ‘প্রতিঘাত’-এর পথে দর্শনা-প্রিয়াঙ্কা
RBN Web Desk: উত্তরবঙ্গে পাহাড়ের কোলে ‘প্রতিঘাত’-এর পথে হাঁটছেন দর্শনা বণিক ও প্রিয়াঙ্কা সরকার। তবে কোনও প্রতিশোধ স্পৃহা উঁকি দিচ্ছে এই দুই নায়িকার মনে এমনটা ভাবার কোনও কারণ নেই। এমনকি কলকাতার ভ্যাপসা গরম থেকে বাঁচবার জন্য দুজনে পাহাড়ি পথে নিরুদ্দেশ হয়েছেন তাও নয়। পরিচালক রাজীব বিশ্বাসের পরবর্তী ছবি ‘প্রতিঘাত’-এ অভিনয় করছেন দর্শনা ও প্রিয়াঙ্কা। সেই ছবিরই শ্যুটিং করতে ২৪ জুন থেকে উত্তরবঙ্গে আছেন এই দুই নায়িকা।
‘আমার আপনজন’ ছবির পর ‘প্রতিঘাত’-এ আবার এক ফ্রেমে দেখা যাবে প্রিয়াঙ্কা ও সোহম চক্রবর্তীকে। প্রিয়াঙ্কার অভিনীত ‘বিবাহ অভিযান’ ছবিটি মুক্তি পেয়েছে ২১ জুন।
তাশি গাঁওয়ে একদিন
‘প্রতিঘাত’-এ দর্শনা থাকছেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। রাজীবের সঙ্গে এটাই দর্শনার প্রথম কাজ। সম্প্রতি ইউরোপে ছুটি কাটাতে গিয়েছিলেন এই অভিনেত্রী। ফিরে এসেই ব্যস্ত হয়ে পড়েছেন নতুন ছবির কাজে।
‘প্রতিঘাত’ একটি আদ্যন্ত প্রেমের ছবি যেখানে স্থানীয় রাজনীতি ও প্রতিশোধের প্রসঙ্গও উঠে আসবে।