গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় এবার কৌশিক
RBN Web Desk: বাংলা পেশাদার নাটকের আদিপুরুষ, নাট্যকার ও পরিচালক গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ ছবিতে কৌশিককে বিনোদিনীর নাট্যগুরু গিরিশবাবুর চরিত্রে দেখা যাবে। ছবির অন্যান্য ভূমিকায় থাকবেন রাহুল বসু, ওম সাহানি ও মীর আফসর আলি।
১৮৭২ সালে প্রথম পেশাদার নাট্য কোম্পানি ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠা করেন গিরিশ ঘোষ। ১৮৮৪ সালে নটী বিনোদিনীকে নিয়ে তিনি ‘চৈতন্যলীলা’ নাটকটি মঞ্চস্থ করেন, যা প্রবল জনপ্রিয় হয়। বিনোদিনী এই নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছিলেন। রামকৃষ্ণ পরমহংস এই নাটক দেখে বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন বলে শোনা যায়।
আরও পড়ুন: গোয়েন্দার অবতারে আসছেন করিনা
বিখ্যাত নাট্যব্যক্তিত্বের চরিত্রে অভিনয় প্রসঙ্গে কৌশিক জানালেন, “রামকমল যখন আমাকে চরিত্রটার কথা বলে, আমি বেশ অবাক হয়েছিলাম। কারণ ও সম্পূর্ণ অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে গিরিশ ঘোষকে দেখাতে চেয়েছে। ‘বিনোদিনী, একটি নটীর উপাখ্যান’ সত্যি দেখার মতো একটা ছবি হতে চলেছে। এখানে আমরা গিরিশ ঘোষকে বিনোদিনীর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখব, যেভাবে এর আগে কখনও দেখা হয়নি।”
ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিয়াঙ্কা পোদ্দার। চিত্রগ্রহণে থাকবেন সৌমিক হালদার। ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন সৌম্যজিৎ-সৌরেন্দ্র। গানের কথা লিখেছেন রামকমল নিজে।
ছবি: স্বাতী চট্টোপাধ্যায়