আসছে ‘কান্তারা’র প্রথম ভাগ
RBN Web Desk: দ্বিতীয় ভাগ মুক্তি পেয়েছে আগে। এবার আসছে প্রথম ভাগ। কন্নড় অভিনেতা তথা পরিচালক ঋষভ শেট্টি ২০২২-এ তৈরি করেছেন ‘কান্তারা’। দেশে-বিদেশ বিপুল ব্যবসা করে ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের দুটি বিভাগে মনোনয়নও পেয়েছে এই ছবি। তুমুল সাফল্যের পর এবার পরের ছবির কাজ শুরু করেছেন ঋষভ।
তবে এবার ‘কান্তরা’র সিক্যুয়েল নয়, আসবে প্রিক্যুয়েল। ঋষভ জানিয়েছেন, তাঁরা দর্শকের কাছে কৃতজ্ঞ। তাঁরা ‘কান্তারা’কে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এবার এর প্রিক্যুয়েল তৈরি হবে। ছবির প্রথম ভাগ আসবে ২০২৪ সালে। আপাতত গবেষণার কাজ চলছে বলে জানিয়েছেন পরিচালক।
আরও পড়ুন: গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় এবার কৌশিক
সংবাদমাধ্যমকে ঋষভ জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় তিনি বুঝতে পারেন ‘কান্তারা’র দারুণ ইতিহাস রয়েছে। তা দর্শকের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই প্রিক্যুয়েলের পরিকল্পনা করেছেন তাঁরা। চিত্রনাট্য লেখার কাজও চলছে। এ বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে শ্যুটিং।