উচ্চাকাঙ্ক্ষার সীমানা খুঁজবে ‘মন পতঙ্গ’, প্রকাশিত হলো ফার্স্ট লুক
RBN Web Desk: উচ্চাকাঙ্ক্ষার কোনও সীমা হয় না। যতই ওপরে ওঠা যাক না কেন আরও উঁচুতে যেতে সাধ হয় মানুষের। উঠতে-উঠতে ক্রমশ নিচের দিকটাকে ভুলতে থাকে সে। অথচ হাত ফস্কালে আবার সেই নিচেই গিয়ে পড়তে হয়। এমনই এক কাহিনী নিয়ে আসছে রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতির ছবি ‘মন পতঙ্গ’। অভিনয়ে রয়েছেন সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, শুভঙ্কর মোহন্ত, বৈশাখী রায়, অমিত সাহা, তন্নিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, অনিন্দিতা ঘোষ ও অনিন্দ্য রায়। ছবির ফার্স্ট লুক প্রকাশিত হলো গতকাল।
‘কালকক্ষ’ খ্যাত পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি। পথবাসী বহু মানুষ এবং পথশিশুরাও এ ছবিতে অংশ নিয়েছেন বলে জানা গেল।
ধর্মীয় অত্যাচারের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে আসা এক হিন্দু-মুসলমান দম্পতির লড়াই ‘মন পতঙ্গ’। গ্রাম ছেড়ে পালিয়ে এসে শহরের রাস্তায় খোলা আকাশের নিচে ঠাঁই হয় তাদের। ভবিষ্যতের কথা ভেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবিকার সন্ধানে তারা প্রতিদিনের লড়াই শুরু করে। এই সময় তাদের চোখ যায় রাস্তার উল্টোদিকে এক আসবাবের দোকানে। সেখানে রাখা এক অপরূপ সুন্দর আরমকেদারার দিকে তাকিয়ে যেন চোখ ফেরানো যায় না। তারা স্বপ্ন দেখে, দুজনে একদিন ওই সিংহাসনে বসবে। শুরু হয় সিংহাসন অবধি পৌঁছনোর জন্য তাদের সংগ্রাম। কীভাবে পৌঁছবে তারা তাদের কাঙ্ক্ষিত জায়গায়? সমাজের পঙ্কিল পথ ও বাধার ঝড়ঝাপটা অতিক্রম করে ক্ষমতার সিংহাসনকে ছুঁতে গিয়ে কি তাদের ভালোবাসা আদৌ টিকবে?
শুভঙ্কর মোহন্ত ও বৈশাখী রায়
“এ এক আকাঙ্ক্ষার আখ্যান। ওড়ার, পোড়ার এবং চিতাভস্ম থেকে আগুনপাখি হয়ে ফিরে আসার গল্প ‘মন পতঙ্গ’। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা ও সেই স্বপ্নের জন্য জীবন বাজি রাখার কাহিনী শোনাবে এই ছবি,” বললেন পরিচালকদ্বয়।
আরও পড়ুন: খিলজির নোটবই রহস্যে আরিয়ান-দেবলীনা
ছবির নির্মাণ শেষ। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে ‘মন পতঙ্গ’। ছবিটি বাংলা ভাষায় হলেও তার বিষয় ও নির্মাণের মধ্যে এক আন্তর্জাতিক আবেদন আছে বলে মনে করছেন রাজদীপ ও শর্মিষ্ঠা।
এ বছরের শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মন পতঙ্গ’।