দর্শকের ক্ষোভের মুখে প্রমিতা
RBN Web Desk: শেষ হতে চলেছে ‘এখানে আকাশ নীল’। আর তাই নিয়েই দর্শকদের একাংশের ক্ষোভের মুখে পড়েছেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী। এই ধারাবাহিকে ঝিনুকের চরিত্রে অভিনয় করছিলেন প্রমিতা। কেন্দ্রীয় দুই চরিত্র উজান ও হিয়ার ভূমিকায় রয়েছেন শন বন্দ্যোপাধ্যায় এবং অনামিকা চক্রবর্তী। গত বছর ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয় ‘এখানে আকাশ নীল’-এর সম্প্রচার। এ বছর পুজোর আগেই শেষ হবে ধারাবাহিকটি।
তবে ‘এখানে আকাশ নীল’ বন্ধ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকদের একাংশ। তাঁদের চাপে পড়ে ঘরের মেয়ে প্রমিতাকে ধারাবাহিকটি থেকে বাদ দিতে বাধ্য হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। এখন সেই ‘প্রতিশোধ’ নিতেই ‘এখানে আকাশ নীল’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল, এমনটাই মনে করছেন তাঁরা। দর্শকের অনুভূতি নিয়ে খেলার ফল চ্যানেল খুব তাড়াতাড়ি পাবেন বলেও মন্তব্য করেছেন একাধিক দর্শক।
আরও পড়ুন: প্রথমবার ওয়েব সিরিজ়ে সৌমিত্র
এর আগেও অনামিকাকে সাময়িকভাবে সরে যেতে হয়েছিল বলে দর্শকদের ক্ষোভের মুখে পড়েছিলেন প্রমিতা।
এর আগে ২০০৮-০৯ সালে একই নামের ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কৌশিক ও অপরাজিতা ঘোষ দাস।