সুব্রত মিত্র স্মরণে প্রদর্শনশালার পরিকল্পনা
RBN Web Desk: ‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘জলসাঘর’, ‘দেবী’র মতো ছবিতে ক্যামেরার দায়িত্বে ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের বেশিরভাগ ছবি কালজয়ী হওয়ার ক্ষেত্রে অনেকটাই অবদান তাঁর। তিনি চিত্রগ্রাহক সুব্রত মিত্র। তবে শুধুমাত্র সত্যজিৎ নয়, জেমস আইভরিরও একাধিক ছবির চিত্রগ্রাহক ছিলেন তিনি।
২০০১ সালের ৭ ডিসেম্বর প্রয়াত হন সুব্রত। আজ ল্যান্সডাউন রোডে তাঁর বাড়ির সামনে একটি স্মৃতিফলক বসাল পশ্চিমবঙ্গ রাজ্য হেরিটেজ কমিশন।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
এই প্রসঙ্গে কমিশনের সভাপতি শুভাপ্রসন্ন মজুমদার সংবাদমাধ্যম জানালেন যে সিনেমাটোগ্রাফিতে সুব্রতর অবদান অনস্বীকার্য। শুধু দক্ষ ছবি তোলা নয়, পরবর্তী সময়ে ছবি আঁকার দিকেও তাঁর ঝোঁক দেখা যায়। ছবি আঁকার জন্যে শুভাপ্রসন্নের থেকে চারকোলও নিয়ে যেতেন তিনি।
জঁ রেনোয়া তাঁর ‘দ্য রিভার’ ছবির কিছু অংশের শুটিং করতে কলকাতা আসেন। সেইসময় তাঁর সহকারী হিসেবে কাজ করেন সুব্রত। ওই সময়েই সত্যজিতের সঙ্গে তাঁর পরিচয় হয়। আর তারপরই সৃষ্টি হতে থাকে একের পর এক ইতিহাস।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
স্মৃতিফলক ছাড়াও পরবর্তীকালে এই ধরণের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের স্মৃতির উদ্দেশ্যে সুব্রতর বাড়িতে একটি প্রদর্শনশালার পরিকল্পনা করেছে কমিশন। সুব্রতর ব্যবহৃত ক্যামেরা, সিনেমাটোগ্রাফির নানা স্মারক ও আঁকা ছবি, এবং অন্যান্য নানা উপকরণ সহযোগে একটি পূর্ণাঙ্গ সংগ্রহশালা বানাতে চলেছে কমিশন। সেই উদ্দেশ্যে কমিশন নির্মিত একটি কমিটিতে রয়েছেন চলচ্চিত্র জগতের নানা গুণীজন, সুব্রতর পরিবার এবং পরিচিতেরা।