বাংলা গানে জীবনের গল্প নিয়ে ‘কবিতা শহর’

কলকাতা: বাংলা গানের বিভিন্ন ধারাকে মঞ্চে পরিবেশন করতে চলেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রবুদ্ধ রাহা। গান ও ছবির কোলাজের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে ‘কবিতা শহর’ নামক এই বিশেষ পরিবেশনা। অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে গানে থাকবেন তাঁর পুত্র প্রত্যয় রাহা। এছাড়াও থাকছে তাঁর স্ত্রী জয়িতা রাহা ও শিল্পী সুমন রায়ের আঁকা ছবির কোলাজ।

অনুষ্ঠান সম্পর্কে প্রবুদ্ধ রেডিওবাংলানেট-কে জানালেন, “গত বছর আমরা ‘শহরের করিডোর’ নামে একটা অনুষ্ঠান করি। সেখানে বাংলা গানের ক্রমবিবর্তনের ধারাকে আমরা ধরতে চেয়েছিলাম। সময়কালটা ছিল সলিল চৌধুরী থেকে নিয়ে কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী পর্যন্ত। সেবারে সাতদিন আগে শো হাউসফুল হয়ে যাওয়াতে অনেকেই সেই অনুষ্ঠান দেখতে পাননি। তাই এবছর আবার ‘কবিতা শহর’ এর পরিকল্পনা করেছি আমরা। সুমন রায় পেশাগতভাবে তথ্যপ্রযুক্তি কর্মী হলেও খুব দক্ষ একজন চিত্রশিল্পী। মঞ্চে গানের সঙ্গে ছবির স্লাইড আসতে থাকবে গানের আবহকে অপরিবর্তিত রেখে।”

আরও পড়ুন: বস্টনে সেরা প্রগতিশীল ছবির শিরোপা পেল ‘অব্যক্ত’

এই অনুষ্ঠানকে গতবছরের অনুষ্ঠানের সিক্যুয়েল বলে বর্ণনা করলেন শিল্পী। 

‘কবিতা শহর’ অনুষ্ঠানে গান ও ছবির মাধ্যমে উঠে আসবে সাধারণ মানুষের লড়াই, তাদের আনন্দ-দুঃখ, সাফল্য-পরাজয় মিলিয়ে প্রতিদিনের বেঁচে থাকার কাহিনী। বিভিন্ন ধরণের গান গাইবেন দুই শিল্পী। গানের ছবি ও ছবির গান, এই দুই দৃষ্টিকোণ থেকে বাংলা গানকে মঞ্চে উদযাপন করবেন তারা।

৩ নভেম্বর আইসিসিআর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ‘কবিতা শহর’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *