রাসমণির প্রয়াণে শেষ নয়, নতুন নাম নিয়ে এগোবে ধারাবাহিক
RBN Web Desk: রাণীর দেহত্যাগেই শেষ নয়। নতুন নাম ও কাহিনী নিয়ে এগোবে ‘করুণাময়ী রাণী রাসমণি’। এই ধারাবাহিকে রাসমণির চরিত্রটির জীবনকাল অতিক্রান্ত হয়েছে। আগামী মহাপর্বে তাঁর মহাপ্রয়াণের ঘটনা সম্প্রচারিত হতে চলেছে। দীর্ঘ চারবছর ধরে জনপ্রিয়তার নিরিখে প্রথম সাত-আটের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিকটি।
দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার ছ’বছর পর ১৯৬১ সালে রাসমণির জীবনাবসান হয়। ধারাবাহিকের গল্পে সেই সময়কাল অতিক্রান্ত হওয়ায় তাঁর চরিত্রটি স্বাভাবিকভাবেই আর থাকছে না। আগামী মহাপর্বে তাঁর মৃত্যুর দিনের দৃশ্য দেখা যাবে। মা কালীর আলোকময় আশ্রয়ে চিরতরে শরণ নেবেন রাসমণি। তাঁর বিদায়কে ঘিরে পরিবার ও প্রজাদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে।
আরও পড়ুন: বেহিসেবী জীবনযাপন, আজ স্মৃতির অতলে সৌমিত্র
তবে ধারাবাহিকটি এখানেই শেষ হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’ নামে এগিয়ে চলবে ধারাবাহিকটি। আগামী পর্বগুলিতে উঠে আসবে রামকৃষ্ণ ও সারদার জীবনের নানা ঘটনা। রাসমণির মৃত্যুর পর বাংলার আধ্যাত্মিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন রামকৃষ্ণ ও সারদা। সেই সূত্র ধরেই এগিয়ে চলবে ‘করুণাময়ী’র যাত্রা।
আগামী দিনে ধারাবাহিকে থাকবে গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ হয়ে ওঠার কাহিনী ও সারদার জীবনের বিভিন্ন ঘটনা। দক্ষিণেশ্বর মন্দিরকে ঘিরে রাসমণির পরিবার ও রামকৃষ্ণ-সারদার কাহিনী নিয়ে আগামী সপ্তাহ থেকে ধারাবাহিকের গল্প এগোবে।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
‘করুণাময়ী রাণী রাসমণি’র নামভূমিকায় এতদিন অভিনয় করেছেন দিতিপ্রিয়া রায়। তিনি জানালেন, “গত চারবছর ধরে যে অফুরন্ত ভালোবাসা পেয়ে এসেছি তার জন্য সমস্ত দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ। সকলের কাছে একটাই আবদার, যেভাবে আমাকে ভালোবেসে এতদিন আপনারা এই ধারাবাহিক দেখেছেন, রাসমণির মৃত্যুর পরেও অবশ্যই দেখবেন। এর পরেও আপনাদের জন্য গল্পে অনেক চমক অপেক্ষা করে রয়েছে।”
আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬.৩০টায় জ়ি বাংলায় সম্প্রচারিত হবে ‘করুণাময়ী রাণী রাসমণি’র একঘন্টাব্যাপী মহাপর্ব।