তাপস দাসের চিকিৎসার দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ সরকার
RBN Web Desk: কর্কটরোগে অক্রান্ত ‘মহীনের ঘোড়াগুলি’ ব্যান্ডের অন্যতম শিল্পী তাপস দাসের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্ষীয়ান শিল্পীকে এসএসকেএম হাসপাতালের কেবিনে ভর্তি করা হয়েছে। ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন মমতা।
বাংলায় ব্যান্ড সঙ্গীতের পথিকৃত হিসেবে মনে করা হয় ‘মহীনের ঘোড়াগুলি’কে। গৌতম চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একের পর এক তুমল জনপ্রিয় গান তৈরি করেছিল এই দল। সত্তরের দশকে তাঁদের বেশিরভাগ গান তৈরি হলেও নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে ‘মহীনের ঘোড়াগুলি’ জনপ্রিয়তার শিখরে ওঠে। আজও অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী ‘মহীনের ঘোড়াগুলি’র গান গেয়ে থাকেন।
আরও পড়ুন: এ মাসেই ফেলুরূপী পরমব্রত
বাংলা সঙ্গীতমহলে বাপিদা বলেই পরিচিত তাপস। জানা গিয়েছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তাপসের চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা ছিল না। ফলে ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। তাঁকে আর্থিক সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন রূপম ইসলাম, সিদ্ধার্থ রায় (সিধু), অর্ক মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।