সাড়ে তিন বছর পর আবারও বন্ধুত্বের গানে পটা-সিধু
RBN Web Desk: সাড়ে তিন বছর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উমা’ ছবিতে, ‘এসো বন্ধু’ গানে গলা মিলিয়েছিলেন তাঁরা। সেই বন্ধুত্বের গানেই ফিরলেন ক্যাকটাসের অভিজিৎ (পটা) বর্মন ও সিদ্ধার্থ (সিধু) রায়। সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে প্রকাশিত হলো শ্রীমন্ত সেনগুপ্তর ‘আবার বছর কুড়ি পরে’র সঙ্গীত। এই ছবিতে রণজয় ভট্টাচার্যের সুরে ‘বন্ধু’ গানটি গেয়েছেন সিধু ও পটা।
“’আবার বছর কুড়ি পরে’র ভাবনাটার সঙ্গে খুব একাত্মবোধ করছি,” রেডিওবাংলানেট-কে বললেন সিধু। “এই যে স্কুল-কলেজ পেরিয়ে এসে আবার অনেকদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, সেটার জন্য যে উত্তেজনা, এগুলো তো নিজের জীবনেও ঘটেছে।”
ওই বয়সে বন্ধু যে জীবনের অনেকখানি জুড়ে থাকে সে ব্যাপারে দুই গায়কই একমত।
আরও পড়ুন: শেষের সেদিন, উপস্থিত ছিলেন শুধু মহেশ ও ড্যানি
“আমার খুব ভালো লেগেছে কাজটা করে। গানটার ডিজ়াইনিং খুব সুন্দর। শুধু আমার আর সিধুর গানটা নয়, অন্য গানগুলোও শুনতে খুব ভালো লাগছে। বন্ধুত্বের গান বলতে আমরা যা বুঝতাম এখানেও সেভাবেই গানগুলো তৈরি করা হয়েছে,” বললেন পটা।
এই ছবির গানের মাধ্যমে বন্ধুত্বকে ফিরে দেখার একটা ব্যাপার রয়েছে বলে জানালেন সিধু। পুরোনো বন্ধুরা, যারা একদিন খুব কাছের ছিল, অনেকদিন পর তাদের সঙ্গে যোগাযোগ হলে যেমন আনন্দ হয়, এই ছবিতে সেই রিইউনিয়নে মজাই দেখতে পাওয়া যাবে বলে জানালেন তিনি।
যে সময়ে ক্যাকটাস গান গাওয়া শুরু করেছিল, তখনকার সঙ্গে বর্তমান প্রজন্মের গানের কতটা তফাৎ দেখতে পান?
“সময়ের একটা স্বাভাবিক তফাৎ তো আছেই,” বললেন পটা। “তবে এখানে তো ছবির গল্পকে ভিত্তি করে গানগুলো রাখা হয়েছে। সেখানেও নব্বইয়ের ছোঁয়া যে একবারে নেই তা বলা যায় না। সেই সময়ের কথা মাথায় রেখে তার সঙ্গে আধুনিক সুরকে মিলিয়ে রণজয় খুব সুন্দর কাজ করেছে।”
আরও পড়ুন: বাংলায় কমেডি ছবির সুদিন ফেরার ব্যাপারে আশাবাদী বিশ্বনাথ, মানসী, প্রেমেন্দু
রণজয়ের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে সিধু জানালেন, “রণজয়ের গানগুলো যেমন হয়, খুব সিম্পল অথচ খুব শ্রুতিমধুর, এখানেও তাই। গানগুলো গুনগুন করে গেয়ে ওঠা যায়। মোলায়েম একটা ব্যাপার আছে।”
দুজনেই জানালেন ‘খোদা জানে না’ নামে ক্যাকটাসের একটা নতুন গান আসতে চলেছে। ফেব্রুয়ারি-মার্চ নাগাদ গানটির রেকর্ডিং হতে পারে।
১৪ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘আবার বছর কুড়ি পরে’।
ছবি: আজ তক বাংলা