এ মাসেই ফেলুরূপী পরমব্রত
RBN Web Desk: এ মাসেই ফের গোয়েন্দা ফেলুদার ভূমিকায় আসছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে নিজের পরিচালনায় ‘শেয়াল দেবতা রহস্য’ সিরিজ়ে ফেলুর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এবার নিজের নয়, অরিন্দম শীলের পরিচালনায় ‘সাবাশ ফেলুদা’র অন্তর্গত ‘গ্যাংটকে গণ্ডগোল’ পর্বে ফেলুর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। তোপসের চরিত্রে অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়।
ইতিমধ্যেই বড়পর্দায় সন্দীপ রায়ের পরিচালনায় ‘হত্যাপুরী’ ছবিতে ফেলুরূপে আত্মপ্রকাশ করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রথম সপ্তাহে ভালোই ব্যবসা করেছে ছবিটি।
আরও পড়ুন: ‘অসতী’র খোঁজে পোল্যান্ডে
অরিন্দমের সিরিজ়ে ফেলুর হাতে উঠছে স্মার্টফোন ও স্মার্টওয়াচ। ফেলুকে বর্তমান যুগোপযোগী করে তোলার সবরকম উপাদানই মজুত থাকছে বলে জানা গিয়েছে। ‘গ্যাংটকে গণ্ডগোল’ প্রকাশিত হয়েছিল ১৯৭০ সালে। পর্দায় সেই সময়—বিশেষ করে সিকিমকে—পুননির্মাণ করা কার্যত অসম্ভব। কাহিনীকে বর্তমান সময়ে এগিয়ে আনার কারণে কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল বলে জানিয়েছেন অরিন্দম। যদিও এর ফলে মূল কাহিনীতে কোনওরকম পরিবর্তন করা হবে না বলেই আশ্বাস দিয়েছেন তিনি।
ছবি: গার্গী মজুমদার