ভালো আছেন প্রতুল মুখোপাধ্যায়, গাইলেন ‘আমি বাংলায় গান গাই’

কলকাতা: ভালো আছেন বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায়। অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে তাতে গান গাওয়া আটকাচ্ছে না ৭৭ বছর বয়সী এই শিল্পীর।

এ মাসের শুরুতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রতুলবাবুকে ভর্তি করা হয় সল্টলেকের এক বেসরকারী হাসপাতালে। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হস্তক্ষেপে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন গান গাইলেন তিনি।

কবি প্রসূন ভৌমিক নিয়মিত যোগাযোগ রাখছেন প্রতুলবাবুর সঙ্গে। তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “প্রতুলদার হৃদযন্ত্রে ৭ মে দুটি স্টেন্ট বসানো হয়েছে। একটি ধমনী সম্পূর্ণ বন্ধ ছিল আর অন্যটি ৫০ শতাংশ মত কাজ করছিল। অস্ত্রোপচারের পর উনি এখন সুস্থ আছেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেতে আরও তিন-চারদিন সময় লাগবে।”

পরিচালক নন, নতুন ব্যোমকেশে এবার অন্য দায়িত্বে অঞ্জন

এরই মধ্যে গানও গেয়েছেন প্রতুলবাবু। আইসিসিইউ থেকে কেবিনে ঢোকার সময় নার্সদের সঙ্গে গেয়েছেন ‘আমি বাংলায় গান গাই’। আবার একটু সুস্থ হয়ে আইসিসিইউতেই অন্য এক পেশেন্টের বাড়ির লোকের অনুরোধেও গান গেয়ে শুনিয়েছেন তিনি।

খালি গলায় গান গেয়ে জনপ্রিয় এই প্রবীণ শিল্পী এরপর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে তাঁর অনুরাগীদের জন্য হাসপাতালে বসেই কবি শক্তি চট্টোপাধ্যায়ের কথায় ও নিজের সুরে গাইলেন ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর হৃদয়জুড়ে বান, আকাশ বাতাস ছেয়ে রয়েছে রবিঠাকুরের গান।’

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *