সুব্রতর ইমেজ ধরে রাখতে আমাকে আলাদা কিছুই করতে হয় না: সুপ্রভাত

কলকাতা: কিছুদিন আগে ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’ সিরিজ়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছিল গোয়েন্দা সুব্রত শর্মার। নিজের লেখা কাহিনীর সেই চরিত্রদের নিয়ে এবার বড়পর্দায় অঞ্জন দত্তের পরিচালনায় আসছে ‘রিভলভার রহস্য’। অভিনয়ে থাকছেন সুপ্রভাত দাস, তনুশ্রী চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শোয়েব কবির, রানা গুহ, সুদীপা বসু ও ছন্দক চৌধুরী। আজ মুক্তি পেল ছবির ট্রেলার, উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।

“এই ছবির গল্পটা সম্পূর্ণ নতুন একটা কেস নিয়ে যেখানে শেষ দৃশ্য পর্যন্ত চমক রয়েছে,” রেডিওবাংলানেট-কে বললেন সুপ্রভাত, “এখানে সুব্রত কেসের সূত্রে দার্জিলিং যাচ্ছে। অঞ্জনদার নিজের লেখা কাহিনী। কাজেই সেখানে প্রথম গল্পে দার্জিলিং থাকবে এটা খুব স্বাভাবিক। আর উনি দার্জিলিং জায়গাটাকে এত ভালো চেনেন যে সব রাস্তা সমস্ত জায়গা ওঁর মুখস্থ। উনি আমাকে ভেবেই সম্ভবত চরিত্রটা লিখতে শুরু করেছিলেন, কারণ বইয়ের কভারেও আমার ছবিই রয়েছে।” 

আরও পড়ুন: ‘অসতী’র খোঁজে পোল্যান্ডে

ড্যানি সিরিজ় নিয়ে গতবছর অঞ্জনের একটি বই প্রকাশিত হয় যেখানে তিনটি গল্প ছিল। সেই বইয়ের একটি গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘ড্যানি ডিটেকটিভ আইএনসি’। পরবর্তী বই এবার বইমেলায় প্রকাশিত হবে। এই ছবির কাহিনী সেই বই থেকেই নেওয়া হয়েছে। 

ইমেজ ধরে

টিম ‘রিভলভার রহস্য’

সাহিত্যকেন্দ্রিক গোয়েন্দাদের ভিড়ে সুব্রত শর্মা একেবারেই আলাদা রক্তমাংসের একজন গোয়েন্দা। সেই গোয়েন্দা সিরিজ় নিয়ে যদি প্রতিবছর ছবি হয়, তার জন্য নিজের ইমেজকে কীভাবে ধরে রাখবেন সুপ্রভাত? 

“ইমেজ ধরে রাখার ব্যাপার এখানে খুব একটা নেই কারণ আমি যেমন এই চরিত্রটাও তেমনই,” বললেন সুপ্রভাত। “সুব্রত কখনওই বিশেষ কেউ নয়। দশজনের ভিড়ে তাকে আলাদা করে খুঁজে পাওয়া মুশকিল, এতটাই সাধারণ সে। যেমন আর পাঁচটা দোষগুণে ভরা মানুষ হয় তেমনই। তাই খুব সচেতন হয়ে আমাকে ইমেজ ধরে রাখতে হয় না। আমার ওপর অঞ্জনদা কোনওদিন এমন কোনও শর্ত চাপাননি যে আমি অন্য ছবিতে কাজ করতে পারব না। তবে আমি একটু বেছে কাজ করায় বিশ্বাসী। চরিত্র পছন্দ না হলে আমি সেটা করি না। তাই আমি সুপ্রভাত হয়েই যে কোনও দিন সুব্রত হয়ে উঠতে পারব।”

ছবি: স্বাতী চট্টোপাধ্যায়




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *