অ্যাকশন থ্রিলারে প্রতীক, শান্তিলাল
RBN Web Desk: শিশু ভূমিষ্ঠ হয় হওয়ার পর থেকে শুরু হয় বিভিন্ন মানুষের সঙ্গে তার সম্পর্ক স্থাপনের যাত্রা। জীবনের নানা ঘনিষ্ঠ সম্পর্ক সবই মানুষ গড়ে তোলে জন্মের পরে। শুধু একটিমাত্র সম্পর্ক জন্মের আগে থেকে নিজের অজান্তেই তৈরি হয়ে যায়। তা হলো মা ও সন্তানের সম্পর্ক। কোনওকালেই এই সম্পর্কের কোনও বিকল্প হয় না। সেই অমোঘ, অবিচ্ছেদ্য ও সবচেয়ে সুন্দর সম্পর্ককে নিয়ে আসছে পরিচালক শ্রীজিৎ দাসের বিনোদনমূলক ছবি ‘ওয়ার’। মা ও ছেলের সম্পর্ক নিয়ে থ্রিলারধর্মী এই ছবিতে অভিনয়ে করেছেন প্রতীক, তিথি, শান্তিলাল মুখোপাধ্যায়, মৌসুমী সাহা ও সুদীপ বন্দ্যোপাধ্যায়।
হাওড়ার জেলাশাসক মানসী চ্যাটার্জী, তার একমাত্র ছেলে অর্জুন ও তার বান্ধবী মায়াকে কেন্দ্র করে এই ছবির কাহিনী আবর্তিত। মা-ছেলের সুখের সংসারে দুর্যোগ ঘনিয়ে আসে যখন হঠাৎই একদিন অফিস থেকে ফেরার সময় মানসী নিখোঁজ হয়ে যান। মায়ের খোঁজে অর্জুন সমস্ত সম্ভাব্য জায়গা তোলপাড় করে ফেলে। এত করেও যখন মায়ের কোনও খোঁজ পাওয়া যায় না তখন হতাশ অর্জুনের কাছে একটি ফোন কল আসে। অজানা নম্বর থেকে আসা এই ফোন কি অর্জুনকে মায়ের সন্ধান দিতে পারবে? মায়া কোন ভূমিকা নেবে অর্জুনের এই খোঁজে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেবে ‘ওয়ার’।
ছবিতে এক কাঠ ব্যবসায়ীর চরিত্রে রয়েছেন শান্তিলাল। তিনি রেডিওবাংলানেট-কে জানালেন, “আমার চরিত্রের নাম বিজয় সিং। চরিত্রটি নেগেটিভ এটুকু বলতে পারি। এর বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। যেহেতু যে কোনও গল্পই তৈরি হয় ভালো ও খারাপের দ্বন্দ্ব নিয়ে, তাই এর মধ্যে যে কোনও একটা বলে দিলে গল্পের মজা নষ্ট হয়ে যাবে।”
আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল
প্রথমবার একক নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রতীক। ‘ওয়ার’ নিয়ে অত্যন্ত আশাবাদী তিনি। “অর্জুন আর তার মায়ের মধ্যে সম্পর্কটা অদ্ভুত এক মায়ায় জড়ানো। মাকে খুঁজতে গিয়ে তাকে নানারকম ধাপ পেরোতে হয়, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। সেই নিয়েই এই ছবি। এর আগে শ্রীজিতের ‘বঙ্গরহস্য’ ছবিতেও আমি ছিলাম। তবে নায়ক হিসেবে এটাই আমার প্রথম কাজ।” ছবিটা নিয়ে আশা থাকলেও বর্তমান অবস্থায় মানুষ কতটা সাহস করে প্রেক্ষাগৃহে যাবেন তাই নিয়ে অনিশ্চয়তা রয়েছে মেনে নিলেন প্রতীক। তবে তিনি চান দর্শকরা প্রেক্ষাগৃহে বসেই ছবিটা দেখুক।
ছবিতে বিজয় সিংয়ের ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রূপম। তিনি জানালেন, “আমার চরিত্রের নাম রনি। নেতিবাচক চরিত্র, তাই ছবিতে যা কিছু পজ়িটিভ তাকে বাধা দেওয়াই আমার কাজ। এই ধরণের চরিত্র করতেই ভালোবাসি। আশা করি ছবিটা দর্শকদের ভাল লাগবে।”
নিজের দ্বিতীয় ছবি সম্পর্কে আশাবাদী শ্রীজিৎ জানালেন, “ছবিটা মা ও ছেলের গল্প বলা যায়। ওপরমহল থেকে মানসীর ওপর চাপ সৃষ্টি করা হয়। অর্জুন মাকে খুঁজতে গিয়ে নানা মানুষের মুখোমুখি হয়, সঙ্গে পেতে থাকে নতুন সূত্র। ছবিটা অ্যাকশন থ্রিলার ঘরানার। আশা রাখব বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে মানুষ সাবধানে ছবিটা দেখবেন।”
কলকাতা ছাড়াও ‘ওয়ার’-এর শুটিং হয়েছে রাবংলা ও গ্যাংটকে। লকডাউনের আগেই পুরো শুটিং সম্পন্ন হয়েছিল। ছবিতে সুরারোপ করেছেন দীপ ও লয়।
জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে ‘ওয়ার’।