দর্শক আমাকে খল চরিত্রে দেখতে পছন্দ করেন না: ভাস্বর
RBN Web Desk: বাংলার দর্শক তাঁকে খল চরিত্রে দেখতে পছন্দ করেন না, এমনটাই বললেন ভাস্বর চট্টোপাধ্যায়। জনপ্রিয় এই অভিনেতাকে বর্তমানে দেখা যাচ্ছে গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ও বাজল তোমার আলোর বেণু ধারাবাহিকে।
সংবাদমাধ্যমকে ভাস্বর জানালেন, বাজল তোমার আলোর বেণু-তে তিনি খল চরিত্র ইন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করছেন। কিন্তু খল চরিত্রে তাঁকে দেখতে চান না দর্শক। এই নিয়ে অনেকেই অনুযোগ করেন তাঁর কাছে। এরকম কোনও ভূমিকায় অভিনয় করার পাশাপাশি তাঁকে একটি পজ়িটিভ চরিত্রে কাজ করে সেটাকে ব্যালান্স করতে হয়। তাই গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে ধারাবাহিকে তাঁকে একটি পজ়িটিভ চরিত্রে অভিনয় করতে হচ্ছে। তাঁর অভিনীত চরিত্রের নাম অঙ্কুশ, জানালেন ভাস্বর।
দুই বাংলার ৩০০ শিল্পী সমন্বয়ে রবীন্দ্র-নজরুল উৎসব
এছাড়াও সৌমিক সেনের ছবি মহালয়াতে অনিলবাবু নামক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সামান্য এক চা বিক্রেতা থেকে ছবির প্রযোজক হয়ে ওঠেন এই চরিত্রটি। রঞ্জন ঘোষের ছবি আহা রে-তেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ভাস্বরকে।
ছবি: আনন্দবাজার পত্রিকা