সম্প্রচারের আগে এ সপ্তাহের গল্প: কি করে বলব তোমায়
RBN Web Desk: ঠাকুমার বিরুদ্ধে নাতবউয়ের উপর অত্যাচার করার অভিযোগ তদন্ত করতে সেনবাড়িতে উপস্থিত হয় মহিলা কমিশনের আধিকারিকরা। ঠিক সেই সময়ে মিথ্যা মামলায় রাধিকাকে ফাঁসানোর চেষ্টা করে পায়েল। বিনা দোষে এরকম অভিযোগ আসায় স্বভাবতই মনঃক্ষুণ্ণ হন ঠাকুমা। উনি কি পারবেন আসল দোষীকে খুঁজে বের করতে?
স্বস্তিকা দত্ত ও ক্রুশল আহুজা অভিনীত ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে এ সপ্তাহ জুড়ে থাকছে বেশ কিছু জমজমাট পারিবারিক নাটকীয় পর্ব।
আরও পড়ুন: বাইপোলার ডিসঅর্ডার থেকে চরম অবসাদ, হোমসে ‘ডুবে’ গিয়েছিলেন জেরেমি
ক্রুশল ও স্বস্তিকার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাহুল দেব বসু। ধারাবাহিকটি শুরু হওয়ার পরপরই কর্ণ ও রাধিকার জুটি খুব শীঘ্রই দর্শকের মন জয় করে নেয়।
প্রতিদিন রাত ৯.৩০টায় জ়ি বাংলায় দেখা যাবে ‘কি করে বলব তোমায়’।