৩০০ জন মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইমন

লিলুয়া: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে আতঙ্কিত সবাই। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি মোকাবিলার জন্য ২৪ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে জারি হয়েছে লকডাউন। তবে সমস্ত কলকারখানা, যানবাহন বন্ধ থাকার কারণে আর্থিক সংকটে পড়েছেন দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করা শ্রমিকরা। এমনই ৩০০ জন মানুষের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।

“আমি আমার সাধ্যমতো যতটা পেরেছি করার চেষ্টা করেছি। এখনও পর্যন্ত ৩০০ জন দুঃস্থ মানুষের হাতে পর্যাপ্ত চাল, ডাল, তেল, আলু, সোয়াবিনের মতো অত্যাবশ্যকীয় কিছু খাদ্যদ্রব্য তুলে দিয়েছি। আগামীকাল আরও মানুষের হাতে আমরা দৈনিক রেশন তুলে দেব,” রেডিওবাংলানেট-কে জানালেন ইমন।

আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে

আপাতত লিলুয়ায় নিজের বাড়িতেই গৃহবন্দী জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। এই কর্মযজ্ঞের সমস্ত খরচ বহন করছে ইমনের সঙ্গীত অ্যাকাডেমি ট্রাস্ট। এর পাশাপাশি যথেষ্ট পরিমাণে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক সাহায্যও পেয়েছেন বলে জানালেন তিনি।

বর্তমানে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিনোদন জগতের বহু মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলেও দান করেছেন অনেকেই। “আমার সেরকম সামর্থ্য হবে কিনা জানি না, তবে সরকারের তহবিলে দান করতে আমি ইচ্ছুক। যখনই সেই সুযোগ পাব, চেষ্টা করব,” বললেন ইমন।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *