গ্রেপ্তার মুজিবুর রহমানের ঘাতক, কলকাতায় ছিলেন ২২ বছর
RBN Web Desk: গ্রেপ্তার হলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘাতক আবদুল মাজেদ। আজ সকাল ৩.৪৫ নাগাদ ঢাকার গাবতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বেলায় মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে, বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে ঢাকার ধানমণ্ডীতে নিজের বাড়িতে আততায়ীর গুলিতে নিহত হন মুজিব সহ তাঁর পরিবারের একাধিক সদস্য।
আজ গ্রেপ্তারের পর প্রাক্তন সেনা আধিকারিক মাজেদ স্বীকার করে নেন যে তিনি মুজিব ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডে লিপ্ত ছিলেন।
আরও পড়ুন: ফাগুন লেগেছে বনে বনে
মাজেদ আদালতকে জানান যে গত ২২-২৩ বছর তিনি কলকাতায় ছিলেন। ১৬ মার্চ তিনি বাংলাদেশে ফেরত যান এবং তারপর থেকে তিনি ঢাকাতেই অবস্থান করছিলেন।
সূত্রের খবর, মাজেদ কলকাতায় আছেন নিশ্চিত হওয়ার পর তাঁকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেয় ভারতের গোয়েন্দা সংস্থা।