প্রেমে, মজায়, ভূতে সোহিনী-বিক্রম
RBN Web Desk: মিষ্টি ভূতের প্রেমের গল্প, নিজেদের ছবিকে এভাবেই বর্ণনা করলেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। পরিচালক দিব্য চট্টোপাধ্যায়ের ‘অমরসঙ্গী’র ট্রেলার মুক্তিতে এসে ছবির ভূমিকা এভাবেই দিলেন নায়ক- নায়িকা। কিছুক্ষণ আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছবির প্রচারে এসে মনে করিয়ে দিয়ে গেছেন, কয়েকদিন আগেই সারা ভারতে জনপ্রিয় হয়েছে ‘স্ত্রী’ ছবিটি, সেটিও একটি হরর কমেডি ছবি ছিল। অর্থাৎ ক্রাইম, অ্যাকশন, রোমান্সের বাইরে বেরিয়ে এই ধরনের ছবি দর্শক পছন্দ করছেন। ‘অমরসঙ্গী’কে রোমান্টিক হরর ছবি বলে উল্লেখ করলেন পরিচালক এবং শিল্পীরা।
“আসলে যে মানুষটা মিষ্টি সে তো মরে গেলে মিষ্টি ভূতই হবে,” বললেন সোহিনী। “কাজেই এটা একটা মিষ্টি ভূতের গল্প। বিক্রম আমার বহু পুরোনো বন্ধু। কিন্তু কাজের জায়গায় তো মাথায় রাখতে হয় নিজেদের মধ্যে বোঝাপড়াটা যেন ঠিক থাকে। বিক্রমের সঙ্গে সেই ব্যাপারটা খুব সুবিধা হয়েছে। আমরা চিত্রনাট্য নিয়ে অনেক আলোচনা করেছি। দরকারে কিছু সংলাপ নিজেরা বলব ঠিক করে নিয়েছি। তাই কাজটা খুব মোলায়েমভাবে হয়েছে বলা যায়।”
আরও পড়ুন: নেপথ্যে গাইলেন জলি, স্টেজে দাঁড়িয়ে ঠোঁট মেলালেন রাহুল দেব বর্মণ
ছবি প্রসঙ্গে বিক্রম জানালেন, “আমরা দুজনেই নিজেদের কাজ নিয়ে বেজায় খুঁতখুঁতে ছিলাম। সোহিনী ভীষণ স্বতঃস্ফূর্ত একজন অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করলে নিজের অভিনয়টাও আপনিই ভালো হয়ে যায়। এই ছবিটায় প্রেম, মজা, ভূত, সবকিছু আছে। ছবিটা মুক্তি পাচ্ছে বাঙালির প্রেমের দিন সরস্বতী পুজোর সময়। কাজেই দর্শকের ছবিটা পছন্দ হবে বলেই আমার মনে হয়।”
পরিচালকের কাছে প্রশ্ন ছিল ছবির নাম ‘অমরসঙ্গী’ রাখার পিছনে কারণ কী?
“আমার প্রথম ছবির নাম মৌলিক কিছুই হবে এমনটা আমিও ভেবেছিলাম। কিন্তু দুটো ছেলেমেয়ে যারা একে অপরকে এতটাই ভালোবাসে যে একজন মারা যাওয়ার পরেও সেই ভালোবাসা থেকে যায় তাকে অমর সঙ্গী ছাড়া আর কীই বা বলতে পারি? আমি নিজেই ভেবে অবাক হয়ে গেছি যে এর চেয়ে উপযুক্ত নাম সত্যিই আমি আর পেতাম না,” বললেন দিব্য।
যেহেতু ভৌতিক ছবি তাই সিনেমাটোগ্রাফি খুব ঝকঝকে রাখা হয়নি বলে জানালেন দিব্য। “উত্তর কলকাতার গল্প, সেই ছাপটা ইচ্ছে করেই রাখা হয়েছে ছবিতে,” জানালেন তিনি।
৩১ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘অমরসঙ্গী’।