গোয়েন্দা বদল, পরের ছবিতে ইন্দ্রনীলের পরিবর্তে বিক্রম?
RBN Web Desk: থ্রিলার, বিশেষ করে গোয়েন্দা ছবির উপরেই আজকাল বেশি ভরসা রাখছেন বাংলার পরিচালকেরা। সম্প্রতি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করেছেন দেব। ওদিকে সন্দীপ রায়ের পরিচালনায় শুরু হয়েছে ‘নয়ন রহস্য‘-এর শ্যুটিং। এরই মাঝে পর্দায় আসছে নতুন এক গোয়েন্দা।
শোনা যাচ্ছে নীহাররঞ্জন গুপ্ত সৃষ্ট গোয়েন্দা কিরীটী রায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায়। তবে বাংলা ছবির পর্দায় কিরীটীকে ঠিক নতুন বলা যাবে না। এর আগে নীহাররঞ্জনের ‘সেতারের সুর’ অবলম্বনে ‘কিরীটী রায়’ ছবির নামভূমিকায় অভিনয় করেছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এরপর ‘কিরীটী ও কালো ভ্রমর’ ও ‘নীলাচলে কিরীটী’ ছবিতে এই গোয়েন্দা চরিত্রে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। দুটি ছবিই পরিচালনা করেছিলেন অনিন্দ্যবিকাশ দত্ত।
আরও পড়ুন: ‘খলনায়ক’-এর সিক্যুয়েল?
২০১৮ সালের পর কিরীটী সিরিজ়ের আর কোনও ছবিতে অভিনয় করেননি ইন্দ্রনীল। বর্তমানে তিনি সত্যজিৎ রায়ের তৈরি ফেলুদার চরিত্রে অভিনয় করছেন। ইন্দ্রনীলের পরিবর্তে কিরীটির চরিত্রে সম্ভবত অভিনয় করতে চলেছেন বিক্রম। ছবিটি পরিচালনা করতে পারেন অরিন্দম শীল।