জেন্টস পার্লারের দায়িত্বে মধুরিমা, সঙ্গী খরাজ
RBN Web Desk: একসময় কেবল পাড়ার মোড়ে চুল কাটার সেলুন দেখা যেত। কিছু জায়গায় তো রাস্তায় ইঁট—বা গাড়ির ব্যাটারির খালি বাক্স—পেতে কিছু নাপিত বসে থাকত চুলদাড়ি কামিয়ে দেওয়ার জন্য। সম্বল বলতে কাঠের বাক্সভরা সরঞ্জাম ও একটি হাত-আয়না। সে সব দিন গেছে। তিন দশক আগে বিশ্বায়নের হাওয়া চালু হওয়ার পর থেকেই ক্রমে সেই অতি সাধারণ পাড়ার সেলুনের সংজ্ঞা বদলে এখন হয়েছে স্যালঁ বা পার্লার। তবু আজও এই বিশেষ অঙ্গমার্জনার ক্ষেত্রে সাধারণ মানুষের একাংশের গোঁড়ামি কমেনি। তাদের ধারণা, আজও ছেলেরা না হয় ছেলেদের ও মেয়েদের চুল কাটবে। তাই বলে জেন্টস পার্লারের দায়িত্বে থাকবে একটি মেয়ে! এ কী সাংঘাতিক কথা! এই গোঁড়ামির দিকে আঙুল তুলতেই সাগ্নিক চট্টোপাধ্যায় আনছেন তাঁর নতুন ওয়েব সিরিজ় ‘লেডি কুইন জেন্টস পার্লার’।
সিরিজ়ের নায়িকা নিশিগন্ধা। সে বিদেশে গিয়েছিল হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়তে কিন্তু শিখে ফেলল হেয়ার স্টাইলিং। তার ইচ্ছে একটি বুটিক স্যালঁ খোলার যেখানে সে শুধুমাত্র ছেলেদের চুল কাটবে। নিশিগন্ধা এই পেশা বেছে নেবে শুনে কিছু মানুষ তার দিকে বাঁকা চোখে তাকাতে থাকে। এমনকী বাড়িতেও নানা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় সে।
আরও পড়ুন: ₹১৮ কোটি দাবি, বাদ অনিল
অপরদিকে দেখা যায় মাধাইবাবুকে। তিনি একসময় খুব নামকরা হেয়ার স্টাইলিস্ট ছিলেন। তবে পরিবারের চাপে নিজের অতি সাধের স্যালঁ বন্ধ করতে বাধ্য হন। ঘটনাচক্রে মাধাইবাবুর সঙ্গে দেখা হয় নিশিগন্ধার। মাধাইবাবুর বন্ধ হয়ে যাওয়া স্যালঁ ফের খুলতে হাত মেলায় দুজনে। তাঁদের স্বপ্ন সফল হবে কি?
সিরিজ়ের দুই কেন্দ্রীয় চরিত্র নিশিগন্ধা ও মাধাইবাবুর ভূমিকায় অভিনয় করেছেন মধুরিমা বসাক ও খরাজ মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে থাকছেন মানসী সিংহ, জয়ী দেব রায় ও রোহন ভট্টাচার্য। সিরিজ়ের সঙ্গীত পরিচালনা করেছেন সপ্তক সানাই দাস।
সেপ্টেম্বরে আড্ডাটাইমসে মুক্তি পাবে এই ‘লেডি কুইন জেন্টস পার্লার’।