₹১৮ কোটি দাবি, বাদ অনিল
RBN Web Desk: একের পর এক হিন্দি ছবির সিক্যুয়েলের ঘোষণা হয়ে চলেছে। ‘গদর ২’ মুক্তি পাওয়ার পর ‘বর্ডার ২’-এর ঘোষণা হয়েছে। খলনায়ক ২-এরও ঘোষণা করেছেন পরিচালক সুভাষ ঘাই। এবার আসতে চলেছে ‘ওয়েলকাম থ্রি’। তবে এবার থাকছেন না অনিল কপূর।
২০০৭ সালে মুক্তি পায় ‘ওয়েলকাম’। বক্স অফিসে তুমুল সফল হয় অনিল, নানা পাটেকর, পরেশ রাওয়াল ও অক্ষয় কুমার অভিনীত এই ছবি। এই ছবির সিক্যুয়েল ‘ওয়েলকাম ব্যাক’ মুক্তি পায় ২০১৫ সালে। অক্ষয় না থাকলেও সে ছবিতে ছিলেন নানা ও অনিল।
আরও পড়ুন: শুরু হলো ‘নয়ন রহস্য’-এর শ্যুটিং
আগামী বছর বড়দিনে মুক্তি পেতে পারে ‘ওয়েলকাম’ সিরিজ়ের তৃতীয় ছবি। তবে এবার থাকছেন না অনিল। শোনা যাচ্ছে ₹১৮ কোটি পারিশ্রমিক দাবি করেছেন তিনি। নির্মাতা সংস্থার সঙ্গে দফায়-দফায় কথা হলেও নিজের দাবি থেকে কোনওভাবেই সরতে চাননি অনিল। তাই তাঁকে বাদ দিয়েই ছবির কাজ শুরু হতে চলেছে।
তবে এবার থাকছে না অক্ষয় ও নানা। তাঁদের পরিবর্তে থাকার কথা সঞ্জয় দত্ত ও সুনীল শেট্টির। এছাড়াও থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ়।