‘খলনায়ক’-এর সিক্যুয়েল?
RBN Web Desk: একের পর এক সিক্যুয়েলের ঘোষণা হয়ে চলেছে হিন্দি ছবির জগতে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গদর ২’। ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও অমিশা পটেল অভিনীত ‘গদর’। বক্স অফিসে তুমুল সফল হয়েছিল সেই ছবি। দু’দশক পর ‘গদর ২’ আবারও বক্স অফিসে ঝড় তুলেছে। এমনকী সানি ‘গদর’ সিরিজ়ের তৃতীয় ছবিটি আসবে বলেও জানিয়েছেন।
ইতিমধ্যেই ‘বর্ডার ২’ নিয়েও গুঞ্জন শুরু হয়েছে, যদিও এ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা সানি নিজেই সে ঘোষণা করতে পারেন শীঘ্রই। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত, জ্যোতিপ্রকাশ দত্ত পরিচালিত ‘বর্ডার’ সে সময় বক্স অফিসে ঝড় তুলেছিল। ছবির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সানি।
আরও পড়ুন: আবারও ইন্দ্রদীপের ছবিতে কৌশিক
সফল ছবির সিক্যুয়েলের ধারা বজায় রেখে এবার আসছে ‘খলনায়ক ২’। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ এ বছর তিন দশক পূর্ণ করল। প্রবল বিতর্কিত এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যকি শ্রফ। ছবিতে গ্যাংস্টার বল্লুর চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয়।
সুভাষ জানিয়েছেন, বর্তমানে সিক্যুয়েলের কাহিনি লেখার কাজ চলছে। সঞ্জয়কে এবার একটি নতুন চরিত্রে দেখা যাবে। শীঘ্রই ‘খলনায়ক ২’ নিয়ে তিনি সুখবর দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সুভাষ।
এদিকে ‘খলনায়ক’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ সেপ্টেম্বর দেশজুড়ে ছবিটি ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
ছবি: আইএমডিবি