অগ্রিম বুকিংয়েই ২ লক্ষ টিকিট বিক্রি
RBN Web Desk: অগ্রিম বুকিংয়েই ২ লক্ষ টিকিট বিক্রি করে ফেলল ভিকি কৌশল (Vicky Kaushal), অক্ষয় খন্না (Akshaye Khanna) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) অভিনীত ‘ছাবা’ (Chhaava)। অন্তত মুম্বইয়ের বিনোদন জগতে কান পাতলে সেরকমই শোনা যাচ্ছে।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে লক্ষণ উতেকর পরিচালিত ছবিটি। ছত্রপতি সম্ভাজির জীবন নিয়ে তৈরি হয়েছে ‘ছাবা’। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন ভিকি। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা, সবই শিখতে হয়েছে তাঁকে। অওরঙ্গজ়েবের চরিত্রে রয়েছেন অক্ষয়। ছবিতে তাঁর লুক তাক লাগিয়ে দেওয়ার মতো।
আরও পড়ুন: পাওলি, স্বস্তিকা, অনির্বাণ, সুব্রতর ‘বিবি পায়রা’
এত বড় বাজেটের ছবিতে এর আগে অভিনয় করেননি ভিকি।
‘ছাবা’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আশুতোষ রাণা, দিব্যা দত্ত ও নীল ভূপালম।
‘ছাবা’র বাজেট আনুমানিক ₹১৩০ কোটি।