পাওলি, স্বস্তিকা, অনির্বাণ, সুব্রতর ‘বিবি পায়রা’

RBN Web Desk: ২০২৫ সালে এসে ফিল্ম ইন্ডাস্ট্রি যতই এগিয়ে থাকুক, মহিলাকেন্দ্রিক ছবির সংখ্যা আজও হাতে গোনা। এই একটি ব্যাপারে আজও রুপোলি দুনিয়া সেই সত্তর-আশির দশকে আটকে রয়েছে। তবু এই আবহে মাঝেমধ্যে কিঞ্চিৎ রোদের দেখা মেলে। একদিকে বাংলা থিয়েটারের এক স্মরণীয় নারীর কাহিনি এই মুহূর্তে বক্স অফিস মাতিয়ে রেখেছে। আর ঠিক সেই সময়েই আনুষ্ঠানিক ঘোষণা হলো পরিচালক অর্জুন দত্তের আগাগোড়া নারীকেন্দ্রিক কাহিনিনির্ভর ‘বিবি পায়রা’ (Bibi Payra) ছবির। ছবিতে বিভিন্ন ভূমিকায় থাকছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, অনির্বাণ চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, সুব্রত দত্ত, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি ও ভবানী মুখোপাধ্যায়।

অর্জুনের ছবিতে নারীকে বরাবরই বিশেষ জায়গায় দেখা গেছে। এর আগে ‘অব্যক্ত’, ‘গুলদস্তা’ বা ‘শ্রীমতি’ ছবিতেও নারী চরিত্রের প্রাধান্য ছিল। এবারের কাহিনি দুই সামাজিকভাবে পিছিয়ে পড়া মহিলার। এই দুই পরনির্ভর মহিলা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেদের ভালো থাকার রাস্তা খুঁজে নিতে চায়। সেই পথ খোঁজার এই অভিযানে অজস্র বাধার সম্মুখীন হয় তারা, নিতে হয় বেশ কিছু ঝুঁকি। নিজেরা সেই সমস্ত ঝুঁকির মুখোমুখি হওয়ার সঙ্গে-সঙ্গে আশেপাশের অন্য লোকজনকেও জড়িয়ে ফেলে তারা। চলার পথে এই সমস্ত অজানা বাধার জাল কেটে কি বেরোতে পারে দুই নারী? নাকি শেষমেশ তারা ফেঁসে যাবে নিজেদের ছড়িয়ে রাখা জালেই? কমেডির মোড়কে এই কাহিনি তুলে ধরবে ‘বিবি পায়রা’ ছবিটি। 

আরও পড়ুন: তাঁকে ছাড়া কাস্টিং অসম্পূর্ণ, বললেন তব্বু

অর্জুনের সঙ্গে স্বস্তিকার এটি তৃতীয় ছবি। সেই নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী জানালেন, “‘শ্রীমতি’ আর ‘গুলদস্তা’র পর এরকম একটা চরিত্র পাওয়া সত্যি খুবই আনন্দের। একইসঙ্গে পাশে এত গুণী অভিনেতা, এটাও একটা আলাদা প্রাপ্তি। আমাদের শেখানো হয় জীবনের নানা সংগ্রামের মধ্যেও যেন আমরা হাসতে না ভুলে যাই। সেই হাসিটাই ফিরিয়ে দেবে এই ছবি।”

পাওলি জানালেন, “চিত্রনাট্য শুনেই আমি ছবিটা করতে রাজি হয়েছি। এরকম চরিত্র রোজ-রোজ লেখা হয় না। আর অর্জুনের সঙ্গে এরকম একটা চরিত্রে কাজ করতে পারা অবশ্যই আমার কাছে স্পেশাল। এরকম নারীকেন্দ্রিক ছবি কমই তৈরি হয়।” 

আরও পড়ুন: ‘আশিকি ৩’ ছাড়লেন তৃপ্তি দিমরি

অনেকগুলো কারণে এই ছবিটা তাঁর কাছে স্পেশাল বলে মনে করেন অর্জুন। “প্রথমত এটা একটা শহরতলীর গল্প, শহরের চেনা কাহিনির থেকে তা অনেকটাই আলাদা। দ্বিতীয়ত দীর্ঘদিন পরে স্বস্তিকা ও পাওলি এই ছবিতে একসঙ্গে অভিনয় করছে। এর সঙ্গে অবশ্যই বলতে হবে অনির্বাণ, সুব্রত ও অনিন্দ্যর কথা। এরা সকলেই এত ভালো অভিনেতা, এদের ছাড়া ছবিটাই হতো না।” 

ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অর্জুন ও আশীর্বাদ মৈত্র। চিত্রগ্রহণ করেছেন সুপ্রতিম ভোল। সঙ্গীত ও আবহের দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত। সম্পাদনা করেছেন সুজয় দত্ত রায়।

কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির শুটিং। 




Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *