কঙ্গনার পরবর্তী ছবি
RBN Web Desk: ‘ইমার্জেন্সি’ (Emergency) মুক্তি ঘিরে চলছে অনিশ্চয়তা। ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রনৌত (Kangana Ranaut)। লাগাতার অভিযোগের জেরে ছবির মুক্তি পিছিয়ে দিতে বাধ্য হয়েছেন নির্মাতারা। কঙ্গনা ছাড়াও ‘ইমার্জেন্সি’তে অনুপম খের (Anupam Kher), শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। ছবিটি পরিচালনাও করেছেন কঙ্গনা।
তবে ‘ইমার্জেন্সি’ ঘিরে বিতর্কের মাঝেই অভিনেত্রী-সাংসদের নতুন ছবির ঘোষণা করলেন নির্মাতারা। মনোজ তপোদিয়া পরিচালিত ছবিটির নাম ‘ভারত ভাগ্য বিধাতা’। ভারতের একাধিক বিস্মৃত হিরোর কাহিনি পর্দায় ফুটিয়ে তুলবে এই ছবি। কঙ্গনা ছাড়া আর কোন অভিনেতা এই ছবিতে থাকবেন এখনও পর্যন্ত তা ঠিক হয়নি।
আরও পড়ুন: ফিরছেন একেনবাবু, এবার অভিনয়ে রাজনন্দিনী, রাহুলও
‘ইমার্জেন্সি’ মুক্তির বিরোধীতা করেছে একাধিক শিখ সংগঠন ও আরও বিভিন্ন পক্ষ। আগামীকাল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।