প্রেক্ষাগৃহে আসছে ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, প্রকাশ্যে লুক
RBN Web Desk: ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কার পেয়েছে ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। সেই ছবিই এবার আসছে প্রেক্ষাগৃহে। অভিজিৎ চৌধুরী পরিচালিত ছবিটিতে ধ্রুবর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ বসু (Rishav Basu)। দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কোরক সামন্ত (Korak Samanta) ও প্রেরণা দাস (Prerana Das)। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ ও সেঁজুতি মুখোপাধ্যায়।
ছবির কাহিনি কী নিয়ে?
ছবির কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাকে একটা অপরাধ করতে হবে। কিন্তু রিমি চায় না ধ্রুব কোনও খারাপ কাজ করুক। ধ্রুবকে দুটো রাস্তার মধ্যে যে কোনও একটা বেছে নিতে হবে।
আরও পড়ুন: আলোকের ঝর্ণাধারায় আয়না দেখায় ‘মায়ানগর’
অভিজিৎ জানালেন, “ক্ষমতাবান আর ক্ষমতাশূন্য মানুষের মাঝখানে দাঁড়িয়ে আমাদের মধ্যবিত্ত জীবন প্রায়ই আদর্শ না সারভাইভাল, এই প্রশ্নের সম্মুখীন হয়। এই ছবিতে ধ্রুবর জীবনের চারটি অধ্যায়ের কথা রয়েছে। চারটে অধ্যায়ে চারজন কিংবদন্তি বাঙালি শিল্পীকে ট্রিবিউট দেওয়া হয়েছে। তাঁরা হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য ও বিনোদবিহারী মুখোপাধ্যায়।
ছবিটি উপস্থাপন করবেন বিশিষ্ট পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।
২৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ধ্রুবর আশ্চর্য জীবন’।