পদ্মশ্রী প্রত্যাখ্যান সন্ধ্যার
RBN Web Desk: পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারত রত্ন সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সেই মতো আজ কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক থেকে সন্ধ্যার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে জানানো হয় যে তিনি রাজি থাকলে কাল তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। প্রস্তাব শোনামাত্রই তা প্রত্যাখ্যান করেন সন্ধ্যা।
সংবাদমাধ্যমকে সন্ধ্যা জানিয়েছেন, এই বয়সে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়ার সিদ্ধান্তে তিনি অত্যন্ত অপমানিত এবং অসম্মানিত বোধ করছেন। তিনি মনে করেন এই সম্মান তাঁর বহু আগে পাওয়া উচিত ছিল। জীবন সায়াহ্নে এসে তাই তাঁর কাছে এই পুরস্কারের কোনও মূল্য নেই বলে মনে করেন তিনি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে তিনি অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত, স্পষ্ট ভাষায় জানিয়েছেন ৯০ বছর বয়সী শিল্পী।
আরও পড়ুন: মুক্তি পিছোল ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র
সাত দশকেরও বেশি সঙ্গীতজীবনে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন সন্ধ্যা। কাজ করেছেন সমস্ত প্রথম সারির সঙ্গীত পরিচালকদের সঙ্গে। ছায়াছবি ও আধুনিক গানের পাশাপাশি সমানতালে গেয়েছেন রাগপ্রধানও। ১৯৭১ সালে পেয়েছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার।