গান শুনিয়ে ত্রাণে উদ্যোগী অনুপম, ইমন, লোপামুদ্রারা
RBN Web Desk: করোনা আবহের মধ্যেই থাবা বসিয়েছে যশ। গতবছর করোনার মধ্যেই হানা দিয়েছিল আম্ফান। তছনছ হয়ে গিয়েছিল সব। তার রেশ কাটতে না কাটতেই হাজির হল যশ। বারংবার প্রকৃতির এই ধ্বংসলীলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষজন। তাই তাঁদের উদ্দেশ্যে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে উদ্যোগী হলেন বাংলার একঝাঁক শিল্পী। গান শুনিয়ে ত্রাণ তহবিল তৈরী করে সেই অর্থ তাঁরা দুর্গতদের হাতে তুলে দেবেন।
অনুপম রায়, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র, শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, জয় সরকার, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, জয়তী চক্রবর্তী, উপল সেনগুপ্ত সহ বাংলার আরও অনেক সঙ্গীতশিল্পী একত্রিত হয়ে নিয়ে আসছেন ‘বাড়িয়ে দাও তোমার হাত’। অনুষ্ঠানের সঞ্চালনায় থাকবেন রিনি বিশ্বাস। ২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবসে রাত ৮.৩০টায় ডিজিটাল মাধ্যমে গান শোনাবেন তাঁরা। কোনও কারণে ওইদিন যাঁরা অনুষ্ঠান দেখতে পারবেন না, তাঁদের জন্য ২১ জুনের পর আরও সাত দিন তা টিকিট কেটে দেখার সুযোগ থাকবে।
আরও পড়ুন: ফেরত গেল অ্যালার্ম ঘড়ি, আসছে সত্যজিতের ‘রে’
‘বাড়িয়ে দাও তোমার হাত’-এ একই সঙ্গে শোনা যাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকসঙ্গীত, আধুনিক সহ ভিন্ন স্বাদের গান। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নয়, শিল্পীরা নিজেরাই গিয়ে পৌঁছে দেবেন সংগৃহীত অর্থের ত্রাণ।