সম্বলপুরের ‘রঙ্গবতী’কে নিয়ে এলেন সুরজিৎ ও ইমন

কলকাতা: ‘প্রাক্তন’-এ জাতীয় পুরস্কার পাওয়ার পর ইমন চক্রবর্তী আবার জুটি বাঁধলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে। ওড়িয়া শিল্পী মিত্রভানু গউন্তিয়ার কথায় ও প্রভুদত্ত প্রধানের সুরে বিখ্যাত সম্বলপুরি লোকসঙ্গীত ‘রঙ্গবতী’কে নতুন রূপ দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। সেই গানেই এই প্রথমবার একসঙ্গে গলা মেলালেন সুরজিৎ ও ইমন। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল শিবপ্রসাদ-নন্দিতার আগামী ছবি ‘গোত্র’র এই নতুন গান। উপস্থিত ছিলেন ছবির দুই কেন্দ্রীয় চরিত্রে থাকা নাইজেল আকারা ও মানালি দে। মুক্তির পর ইউটিউবে লাফিয়ে বাড়ছে ‘রঙ্গবতী’র হিট।

এর আগে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথায় ও সুরে ‘গোত্র’ ছবির ‘নীল দিগন্তে’ গানটি মুক্তি পায় ৫ জুলাই। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল।

‘রঙ্গবতী’র দৃশ্যায়নে বিশেষভাবে নজর কেড়েছেন এই ছবির অতিথি শিল্পী ওমপ্রকাশ সাহানী ও দেবলীনা কুমার। গানটির শ্যুটিং হয়েছে ওড়িষাতে।

“সুরজিৎদার সঙ্গে কাজ করা সবসময়ই একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি ওর কাছে কৃতজ্ঞ এই গানটা গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য,” বললেন ইমন।

তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে পরপর বহু ছবিতে কাজ করেছেন সুরজিৎ। জানালেন, “‘রঙ্গবতী’ গানটির কথা প্রথম ভাবে শিবু। ছবির প্রয়োজন অনুযায়ী গানটি যে যথাযথ সেটা আশা করি দর্শক ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তাছাড়া শিবু-নন্দিতাদির সঙ্গে কাজ করতে বরাবরই খুব ভালো লাগে। ছবির প্রয়োজন মতো গান ব্যবহার করেন ওরা।”

আগস্টের শেষ দিকে মুক্তি পাবে ‘গোত্র’।

ছবি: প্রতিবেদক

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *