আশার আলো জাগাতে অমিত কুমারের নতুন গান
RBN Web Desk: করোনা ভাইরাসের ভয়ে ভীত সন্ত্রস্ত সকলেই। দীর্ঘদিন বাড়িতে বন্দি হয়ে থাকার পর ধীরে-ধীরে পুরোনো ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা দেশ। মানবসভ্যতার আধুনিকীকরণকে মেনে নিয়ে এই নিউ নরম্যালের সঙ্গে তাল মিলিয়ে চলছে সবাই। কোথাও যেন মনের মধ্যে একটা বিশ্বাস রয়েছে, একদিন সব ঠিক হয়ে যাবে। সেই আশার আলোয় ভর করে সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল অমিত কুমারের কন্ঠে ‘রাত আসে’। গানটি লিখেছেন শ্রীরাজ মিত্র এবং সুর করেছেন রকেট মন্ডল।
চারিদিকে যুদ্ধকালীন পরিস্থিতি। এই যুদ্ধে বাজে না দামামা, শোনা যায় না গোলাগুলির শব্দ। এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে গোটা মানবসমাজ। প্রত্যেকদিন অ্যাম্বুলেন্সের আওয়াজ জানান দেয় দেয় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সকলেই এখন নতুন সূর্যের অপেক্ষায়। “এই অবস্থায় আমাদের সকলেরই উচিৎ একসঙ্গে থেকে এই পরিস্থিতির মোকাবিলা করা এবং এগিয়ে চলা। সুদিন আসতে বেশি দেরি নেই,” বললেন অমিত। আধুনিক প্রযুক্তির সাহায্যে নিজের বাড়িতে বসেই ‘রাত আসে’ রেকর্ড করেছেন তিনি।
আরও পড়ুন: ঋষিকে হারিয়ে দিয়েছিলেন রাজেশ?
“দীর্ঘদিন বাড়িতে কাটানো আমাদের মতো সংঙ্গীতশিল্পীদের বিষণ্ণ করে তুলেছিল। অনুষ্ঠান বা নতুন কোনও গানের কাজও সেভাবে করতে পারছিলাম না। তাই ‘রাত আসে’র সুররোপন আমার কাছে অনেকটা খোলা হওয়ার মতো,” জানালেন রকেট।