গুরুতর অসুস্থ শ্যাম বেনেগল

RBN Web Desk: গুরুতর অসুস্থ বিশিষ্ট পরিচালক শ্যাম বেনেগল। কিডনির অসুখে বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন আটবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক। তবে সম্প্রতি তাঁর দুটি কিডনিই কাজ করা বন্ধ করে দেওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে, ডায়ালিসিসের প্রয়োজন হয়ে পড়ে। বাড়িতেই মেশিন এনে ডায়ালিসিস করা হয়। আপাতত ডাক্তারদের পরামর্শে হাসপাতালে নয়, বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। 

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন ৮৮ বছর বয়সী পরিচালক। তবে এর মধ্যেও তিনি অফিসে  যাওয়া বন্ধ করেননি। দীর্ঘ কর্মজীবনে এই প্রথম তিনি অফিসেও আসতে পারছেন না। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ় অফ ইন্ডিয়ার সভাপতি বেনেগল একাধারে পরিচালক, তথ্যচিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকারও। ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্ডি’, ‘মন্থন’-এর মতো ছবির পরিচালক বেনেগল ভূষিত হয়েছেন দাদাসাহেব ফালকে, পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে। ভারতের চলচ্চিত্রশিল্পে তিনি নিজেই একজন প্রতিষ্ঠান। 

আরও পড়ুন: বিনোদিনীর চরিত্রে প্রিয়াঙ্কার লুক প্রকাশ

তবে অসুস্থতার মধ্যেও তিনি তাঁর আগামী ছবি ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ নিয়ে চিন্তাভাবনা করছেন। ছবির কাজ করার মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমানের জীবনকাহিনী নিয়ে তৈরি বেনেগলের এই ছবির নামভূমিকায় অভিনয় করছেন আরফিন শুভ। 

ছবি সৌজন্য: সকাল




Like
Like Love Haha Wow Sad Angry
1

One thought on “গুরুতর অসুস্থ শ্যাম বেনেগল

  • Pathetic news.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *