৩২ বছরের ঘটনাক্রমে ম্যাকবেথ গৌরব, রাজ্ঞী তনুশ্রী
RBN Web Desk: সর্বোচ্চ ক্ষমতার উচ্চাকাঙ্খায় কৌশলে রাজাকে হত্যা করে ক্ষমতা দখল ও পরে দুর্নীতির চক্রে পড়ে ধ্বংস হয়ে যাওয়া, এই ছিল উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত রাজনৈতিক ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’-এর মূল বিষয়। নিয়তির অমোঘ পরিহাস ও মানবচরিত্রের নানা জটিল দিক নিয়ে লেখা এই নাটক বহুবার, বহু দেশে বিভিন্ন আঙ্গিকে অভিনীত হয়েছে। এবার বাংলা ছবিতে ম্যাকবেথকে নিয়ে আসছেন পরিচালক রাজর্ষি দে। মূল ম্যাকবেথের কাহিনী অবলম্বনে তাঁর আগামী ছবি ‘মায়া’র নামভূমিকায় অভিনয় করছেন রফিয়াত রশিদ মিথিলা। অন্যান্য ভূমিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল বন্দ্যোপাধ্যায়, কনিনীকা বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, রোহিত বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, ঈশান মজুমদার, রাতশ্রী দত্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায়চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় ও কান সিং সোধা।
বাংলা ছবিতে সাম্প্রতিককালে শেক্সপিয়ারের নাটক অবলম্বনে ‘জ়ুলফিকর’, ‘হেমন্ত’ ও ‘আরশিনগর’ হয়ে গিয়েছে। ‘ম্যাকবেথ’ অবলম্বনে হিন্দিতে ২০০৩ সালে বিশাল ভরদ্বাজের ‘মকবুল’ হলেও, বাংলা ছবিতে এর আগে কোনও কাজ হয়নি। এই প্রসঙ্গে রাজর্ষি রেডিওবাংলানেট-কে জানালেন, “আমি সব ছবিতেই নারী ক্ষমতায়নকে গুরুত্ব দিই। মূল ‘ম্যাকবেথ’ অনেকটাই লেডি ম্যাকবেথকে কেন্দ্র করে। নারীর আধিপত্য জিনিসটা ‘ম্যাকবেথ’-এ নানাভাবে এসেছে, সেটা ডাইনিদের মধ্যে দিয়েই হোক বা লেডি ম্যাকবেথের প্রভাবের মধ্যে দিয়েই হোক। আসলে কোথাও গিয়ে গল্পটা নারীজাতির আধিপত্যের কথা বলে। এখানেও সেভাবেই চিরাচরিত পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে নারী ক্ষমতায়নের কথা থাকবে।”
আরও পড়ুন: নব্বইয়ের ‘সত্যান্বেষী’, বাদ পড়লেন ব্যোমকেশ
বর্তমান প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ম্যাকবেথ বা মাইকেলের ভূমিকায় দেখা যাবে গৌরবকে, লেডি ম্যাকবেথ বা মৃণালিনীর চরিত্রে থাকছেন তনুশ্রী। কমলেশ্বরকে দেখা যাবে রাজা ডানকান বা দরবার শর্মার চরিত্রে। ছবির নামভূমিকায় রয়েছেন মিথিলা। মায়া এখানে লেডি ম্যাকবেথ ও অন্য নারী চরিত্রের বিবেকরূপে থাকছে। ডাইনিদের রানী হেকেটের সঙ্গেও মায়ার চরিত্রের মিল রয়েছে। মূল নাটকে তিনজন ডাইনির চরিত্র ছিল। রাজর্ষির ছবিতে তারাই কাহিনীর মূল চালিকাশক্তি যারা মাইকেলকে প্রভাবিত করে দরবারের বিরুদ্ধে তাকে লড়িয়ে দেয়। এই চারটি বিশেষ চরিত্রে থাকছেন দুই সুদীপ্তা, কনিনীকা ও রণিতা। ডানকানের পুত্র ম্যালকমের চরিত্রটি করছেন রাহুল। ম্যাকবেথের বন্ধু ব্যাঙ্কোর চরিত্রে দেখা যাবে ঈশানকে। এক অবাঙালি সাংসদের ভূমিকায় রয়েছেন রিচা। প্রথমবার এক সমকামীর চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা। ব্যাঙ্কোর ছেলে ফ্লিয়ান্সের আদলে তৈরি চরিত্রে অভিনয় জগতে পা রাখতে চলেছেন রোহিত।
(বাঁদিক থেকে) রাহুল, মিথিলা, ঈশান, কমলেশ্বর
ছবির প্রেক্ষাপট ১৯৮৯ থেকে ২০২১-এর ভারত। এই সময়কালের মধ্যে ভারত তথা বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক পরিবর্তন, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠদের মধ্যে বিরোধ থেকে ক্ষমতা দখলের লড়াইয়ের মাধ্যমে নারীর ক্ষমতায়নকেই ‘ম্যাকবেথ’-এর কাহিনীর আঙ্গিকে দেখানো হবে।
ছবির নামভূমিকায় মিথিলাকে নেওয়ার পেছনে দুটো কারণ ছিল বলে জানালেন রাজর্ষি। “এক, মায়া এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। আমি একজন মুসলিম অভিনেত্রীকেই এই চরিত্রে চেয়েছিলাম। আর দুই, মায়াকে বাঙাল ভাষায় কথা বলতে হবে। তাই অভিনেত্রীকে সেই ভাষায় স্বচ্ছন্দ হতে হবে। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্বাভাবিকতার দিকটা মাথায় রেখে মিথিলাই আমার প্রথম পছন্দ ছিল। ও নিজে বাংলাদেশের সুপারস্টার, এটা ওর প্রথম ভারতীয় ছবি। সেদিক দিয়ে দেখতে গেলে এটা আমাদের সকলের কাছেই একটা গর্বের ব্যাপার। আমি ওকে চিত্রনাট্যটা শুনিয়েছিলাম। ওর খুব পছন্দ হয়। অসামান্য অভিনয় করেছে মিথিলা। ছবিটা দেখলে সেটা বোঝা যাবে।”
মূল ‘ম্যাকবেথ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখেছেন রাজর্ষি। চিত্রগ্রহণে আছেন ইন্দ্রনাথ মারিক। সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য। ছবিতে গান গাইবেন রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য ও অনুপম রায়।
এই শীতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘মায়া’।